রিঙ্কুকে যেভাবে চমকে দিলেন শাহরুখ খান
একদিন আগেও ক্রিকেট পাড়ায় পরিচিত নাম ছিলেন না রিঙ্কু সিংহ। কিন্তু এক রাতে বদলে গেল সব। অচেনা রিঙ্কুর প্রশংসায় মুগ্ধ ক্রিকেট দুনিয়া। মুগ্ধ হবেই বা না কেন? কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে গেল রাতে রিঙ্কু যা করেছেন তা ছিল রীতিমতো অবিশ্বাস্য। এক ওভারে আহমেদাবাদে ঝড় তুলে গোটা বিশ্বের কাছে নিজেকে চিনিয়েছেন তরুণ এই ক্রিকেটার।
রিঙ্কুর ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন কলকাতার মালিক বলিউড তারকা শাহরুখ খানও। তাইতো ম্যাচ শেষে তরুণ এই ক্রিকেটারকে ভিন্নভাবে চমকে দিলেন বলিউড সুপারস্টার।
গতকাল রোববার (৯ এপ্রিল) জয়ের জন্য খুব কঠিন সমীকরণের সামনে পড়ে যায় কলকাতা। গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য কলকাতার প্রয়োজন পড়ে ২৯ রান। যশ দয়ালের প্রথম বলে সিঙ্গেল নেন উমেশ যাদব। সমীকরণ দাঁড়ায় ৫ বলে ২৮ রান। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ ওভারে এত রান তাড়া করে জেতার রেকর্ড ছিল না এই ম্যাচের আগে। কিন্তু এখানেই নতুন ইতিহাস গড়লেন রিঙ্কু। তিন বলে তিন ছয় মেরে সমীকরণ ২ বলে ১০ রানে নিয়ে আসেন রিঙ্কু।
তখন নড়েচড়ে বসে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দর্শকরা। কলকাতার খেলোয়াড়-কর্মকর্তারাও যেন একটু নড়েচড়ে বসলেন। রশিদ খান পরামর্শ করলেন দয়ালের সঙ্গে। কিন্তু পরের দুই বলেও দয়ালের উপর দয়া হলো না রিঙ্কুর।
৬, ৬, ৬, ৬, ৬— টানা পাঁচ ছয়ে অসম্ভবকে সম্ভব করে ইতিহাস গড়লেন অখ্যাত এক ক্রিকেটার। ক্রিকেটে টানা ছয় বলে ছয় ছক্কা মারার নজির আছে একাধিক। তবে শেষ ওভারে এমন খুনে ব্যাটিং কেউ দেখেনি আগে। হয়তো রিঙ্কু নিজেও ভাবছেন, এমন এক অবিশ্বাস্য কীর্তি সত্যিই তিনি করে বসে আছেন!
এমন ম্যাচের পর রিঙ্কুতে বুঁদ হয়ে আছে ক্রিকেট বিশ্ব। বলিউড তারকা শাহরুখ তো রিঙ্কুকে পাঠানই বানিয়ে দিলেন। সেটা খুলে বলা যাক। কিছুদিন আগে মুক্তি পায় শাহরুখের নতুন সিনেমা ‘পাঠান’। যা বেশ সাড়া জাগায় দর্শকদের মধ্যে। সিনেমার পর শাহরুখ খান জনপ্রিয় হয়ে উঠেছেন পাঠান নামে।
এবার রিঙ্কুকেই পাঠান বানিয়ে দিলেন শাহরুখ। নিজের টুইটার অ্যাকাউন্টে পাঠানের পোস্টারে ছবি এডিট করে নিজের মুখের জায়গায় বসিয়ে দিয়েছেন রিঙ্কু সিংয়ের মুখ। ক্যাপশনে রিঙ্কুকে ‘বেবি’ উল্লেখ করে ছবির ক্যাপশনে পাঠানের বদলে জুড়ে দেন, ‘ঝুমে জো রিঙ্কু’।
শুধু তাই নয়, গুজরাটের বিপক্ষে কলকাতার ৩ উইকেটে জয়ের পার্শ্বনায়ক ভেঙ্কটেশ আইয়ার আর নীতীশ রানাকেও অভিনন্দন জানিয়েছেন শাহরুখ। আর শেষে দলের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মাইসোরকে ট্যাগ করে লিখেছেন, ‘আপনার হার্টের খেয়াল রাখুন, স্যার।’
শাহরুখের কাছে এমন উপহার পেয়ে খুশি রিঙ্কু। শাহরুখের টুইট রিটুইট করে রিঙ্কু লিখেছেন, ‘শাহরুখ স্যার, আপনার জন্য ভালোবাসা। প্রতিনিয়ত সমর্থন দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।’