রিঙ্কু জীবনেও ৬ ছক্কা মারতে পারবে না, বলছেন শেবাগ
কদিন আগেই শেষ ওভারে ২৮ রানের সমীকরণ মিলিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন রিঙ্কু সিংহ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওই কীর্তির পর চলছে রিঙ্কুর বন্দনা। কিন্তু ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ হাঁটলেন উল্টো পথে। তিনি জানিয়ে দিলেন, ওমন রেকর্ড আর গড়তে পারবেন না রিঙ্কু। এমনকি এক ওভারে ৬টি ছক্কাও রিঙ্কু হাঁকাতে পারবেন না বলে মন্তব্য করেছেন শেবাগ।
গত ৯ এপ্রিল জয়ের জন্য খুব কঠিন সমীকরণের সামনে পড়ে যায় কলকাতা। গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য কলকাতার প্রয়োজন পড়ে ২৯ রান। যশ দয়ালের প্রথম বলে সিঙ্গেল নেন উমেশ যাদব। সমীকরণ দাঁড়ায় ৫ বলে ২৮ রান। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ ওভারে এত রান তাড়া করে জেতার রেকর্ড ছিল না এই ম্যাচের আগে। কিন্তু এখানেই নতুন ইতিহাস গড়লেন রিঙ্কু। এই কঠিন সমীকরণ মিলিয়ে রীতিমতো সাড়া ফেলে দিলেন তিনি।
গতকাল রাতে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচেও একই পরস্থিতি তৈরি হয়েছিল। রিঙ্কু বিধ্বংসী ব্যাটিং করতে শুরু করে দিয়েছিলেন। তবে ৩১ বলে ৫৮ করে অপরাজিত থাকলেও রিঙ্কু শুক্রবার আর দলকে ফিনিশিং লাইনে পৌঁছে দিতে পারেননি। ২৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় এই ব্যাটারকে।
আইপিএলের ইতিহাসে রান চেজ করে শেষ ওভারে কোনও ভারতীয় ব্যাটসম্যানের করা সবথেকে বেশি রানের নজির আপাতত রিঙ্কুর দখলে। তবে শেবাগ মনে করছেন, রিঙ্কু আর কখনও এরকম কীর্তি অর্জন করতে পারবেন না। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে শেবাগ বলে দিয়েছেন, ‘কেকেআরে একটা বিশ্বাস তৈরি হয়েছে যে রিঙ্কু সিং এখনও রয়েছে। ধোনি যখন ক্লোজ ম্যাচ ফিনিশিং করতে শুরু করেছিল, ওকে নিয়েও এরকম একটা বিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল। নব্বইয়ের দশকে ভাবা হত, ক্রিজে শচীন থাকা মানেই ভারত জিতবে। তা যদি না হয়, তাহলে জয় অধরা থাকবে। এখন কেকেআরে রিঙ্কু সিংয়ের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। তার আগে এই বিশ্বাসের জায়গাটা ছিল আন্দ্রে রাসেলকে নিয়ে।’
সাবেক এই তারকা আরও বলেছেন, ‘রিঙ্কু যা করেছে, তা ক্রিকেট ইতিহাসে আগে কখনও ঘটেনি। রিঙ্কু এরকম কাণ্ড আর ঘটাতে পারবে না। এই রেকর্ড হয়ত একদিন ভেঙে যাবে। তবে রিঙ্কু জীবনেও আর ছয় ছক্কা হাঁকাতে পারবে না। এই রেকর্ড ও নিজেই ভাঙতে পারবে না।’