রিয়ালের নায়ক হয়ে সমালোচনার জবাব দিলেন কোর্তোয়া
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে অসাধারণ একটি রাত পার করেছেন থিবো কোর্তোয়া। ম্যাচের প্রথমার্ধ পুরোটাই লড়াই হয়েছে কোর্তোয়া বনাম লিভারপুল। পরের অর্ধেও রিয়ালের প্রাচীর হয়ে ছিলেন কোর্তোয়া। দারুণ সব সেভে দলকে উদ্ধার করেছেন তিনি।
কোর্তোয়া না থাকলে ফাইনাল জয়ের গল্পটা হতে পারতো লিভারপুলের। তাই ফাইনালে স্কোরার ভিনিসিয়ুস জুনিয়ার হলেও মূল নায়ক ছিলেন কোর্তোয়া। দলের জয়ে ভূমিকা রাখতে পেরে তৃপ্ত তিনি। সেই সঙ্গে কিছু সমালোচনার জবাবও দিলেন এই বেলজিয়ান গোলকিপার।
ম্যাচসেরা হওয়ার পর নিজের অর্জন নিয়ে কোর্তোয়া বলেন, ‘আমার ক্যারিয়ারের জন্য, আমার নামের সম্মান রাখার জন্য,আমার সকল কঠোর পরিশ্রমের জন্য আমাকে ফাইনাল জিততে হতোই। কারণ,আমার মনে হয় না আমি যথেষ্ট সম্মান পাচ্ছি। বিশেষ করে ইংল্যান্ডে। দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পরও আমাকে অনেক সমালোচনা শুনতে হয়েছিল।’
এরপর রিয়ালের জন্য গর্বের কথা জানান কোর্তোয়া, ‘দলকে (রিয়াল মাদ্রিদ) নিয়ে আমি সত্যিই গর্বিত। আমরা নিজেদের কাজটা করতে পেরেছি এবং যখন আমার সেখানে থাকার দরকার ছিল, আমি দলের জন্য ছিলাম। আমরা আমাদের মতো বিশ্বসেরা ক্লাবগুলোকে হারিয়েছি। লিভারপুল অনেক কঠিন লড়াই করেছে। আমি মনে করি, আমি আজ দারুণ একটি ম্যাচ খেলেছি এবং সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।'
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে ইউরোপসেরার মুকুট জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি দ্বিতীয়ার্ধে করেছেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস। তবে পুরো ম্যাচের মূল আলো কেড়েছেন কোর্তোয়া।
লিভারপুলের বিপক্ষে কাল ফাইনালে মোট ৯টি সেভ করেন কোর্তোয়া। যেটা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ২০০৩-০৪ মৌসুমের পর কোনো গোলরক্ষকের পক্ষে সর্বোচ্চ। গতকাল পুরো ম্যাচে রিয়াল শিবিরে ২৪বার আক্রমণ করে লিভারপুল। যার মধ্যে ৯টিই ছিল অনটার্গেট শট। কিন্তু কোর্তোয়ার গ্লাভস এড়িয়ে অনটার্গেটেও ঠিকানার দেখা পায়নি ইয়ুর্গেন ক্লপের দল।