রিয়ালে আরো পাঁচ বছর কোর্তোয়া
রিয়াল মাদ্রিদে আরো পাঁচ বছর থাকছেন তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে নতুন করে আরো বছরের চুক্তি নবায়ন করেছেন বেলজিয়ান এই গোলরক্ষক। ২০২৬ সালের গ্রীষ্ম মৌসুম পর্যন্ত রিয়ালে থাকছেন এই তারকা ফুটবলার।
এক বিবৃতিতে গতকাল সোমবার ২৯ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির বিষয়টি জানায় রিয়াল মাদ্রিদ।
২০১৮ সালে সাড়ে তিন কোটি পাউন্ডে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন কোর্তোয়া। রিয়ালে যোগ দেওয়ার পরের বছরই লা লিগা জেতেন তিনি। সেটিই ছিল রিয়ালে তাঁর একমাত্র শিরোপা। এরপর অবশ্য সাবেক দুই ক্লাবের কাছেই গত মৌসুমে স্বপ্নভঙ্গ হয় কোর্তোয়ার। চ্যাম্পিয়নস লিগে তার দল বিদায় নেয় চেলসির কাছে হেরে। আর লিগে রানার্সআপ হয়েছে অ্যাথলেটিকোর পেছনে থেকে।
তবে রিয়ালে গত দুই মৌসুমে দলের সেরা পারফর্মারদের একজন ছিলেন তিনি। সব মিলিয়ে দলটির হয়ে এখন পর্যন্ত ১৩০টি ম্যাচ খেলে ফেলেছেন কোর্তোয়া। তার মধ্যে ৫২ ম্যাচে জাল অক্ষত রেখেছেন বেলজিয়াম তারকা।