রিয়াল মাদ্রিদকে জেতালেন ভিনিসিউস জুনিয়র
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে রিয়াল মাদ্রিদ। মাঝে করিম বেনজমা গোল পেলে একপর্যায়ে ড্রয়ের শঙ্কা জাগে। পরে অবশ্য সব শঙ্কা দূর করে দেন ভিনিসিউস জুনিয়র। দারুণ গোল করে রিয়াল মাদ্রিদকে জয় উপহার দেন ভিনিসিউস।
গতকাল রোববার রাতে লা লিগায় সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে প্রথমে রাফা মিরের গোলে এগিয়ে যায় সেভিয়া। এরপর সমতা টানেন করিম বেনজেমা। শেষ দিকে গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন ভিনিসিউস।
এদিন বল দখলে দুই দলই ছিল প্রায় সমান-সমান। তবে, গোলের উদ্দেশে রিয়াল শট নেয় ১৪টি, যার চারটি ছিল লক্ষ্যে। আর, সেভিয়ার ১১ শটের ছয়টি ছিল অনটার্গেট শট।
তবে, ম্যাচের শুরুতে গোল করে রিয়ালের হতাশা বাড়ায় সেভিয়া। ম্যাচের ১২ মিনিটে কয়েক গজ দূর থেকে হেডে গোলটি করেন স্প্যানিশ স্ট্রাইকার রাফা।
হতাশা কাটিয়ে ৩২তম মিনিটে সৌভাগ্যসূচক গোলে সমতায় ফেরে রিয়াল। প্রায় ৩০ গজ দূর থেকে গোল এনে দেন ছন্দে থাকা বেনজেমা। চলতি লা লিগার সর্বোচ্চ স্কোরারের গোল সংখ্যা বেড়ে হলো ১১টি।
আর, শেষ দিকে গোল করেন ভিনিসিউস। ম্যাচের ৮৭তম মিনিটে বাঁ দিকে মিলিতাওয়ের ক্রস বুক দিয়ে নামিয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের বাধা জোড়ারো শটে ঠিকানা খুঁজে নেন ২১ বছর বয়সী ভিনিসিউস জুনিয়র। চলতি লিগে এ নিয়ে ১৪ ম্যাচে ৯টি গোল পেলেন তিনি।