রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানইউতে কাসেমিরো
কাসেমিরোর রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন চলছিল কয়েকদিন ধরেই। এবার সেটা সত্যিতে রূপ নিল। সান্তিয়াগো বার্নাব্যুতে দীর্ঘ ৯ বছর কাটিয়ে এবার রিয়াল ছাড়ছেন কাসেমিরো। স্প্যানিশ ক্লাবটি ছেড়ে এবার ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
শুক্রবার দিবাগত রাতে এক বিবৃতিতে কাসেমিরোকে নিয়ে বিদায়ের বার্তা দিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যানইউও বিবৃতিতে জানায়, কাসেমিরোকে উড়িয়ে আনার বিষয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে তারা ঐকমত্যে পৌঁছেছে।
কাসেমিরোর বিদায়ের খবর দিয়ে এক বিবৃতিতে রিয়াল বলেছে, ‘কাসেমিরোর দলবদল নিয়ে ঐকমত্যে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড। কাসেমিরোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রিয়াল, যে কিনা ক্লাবের ইতিহাসের অংশ। ২০১৩ সালের জানুয়ারিতে ২০ বছর বয়সে কাস্তিয়ায় (বি দল) যোগ দেওয়ার পর ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা সময়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল সে। রিয়ালে ১৮টি শিরোপা জিতেছে সে। জিতেছে ৫টি চ্যাম্পিয়নস লিগ, ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ, ৩টি উয়েফা সুপার কাপ, ৩টি লা লিগা, ১টি কোপা দেল রে ও ৩টি স্প্যানিশ সুপার কাপ। এসব সাফল্যের বাইরেও রিয়ালের মূল্যবোধ ধরে রাখায় মাদ্রিদিস্তারা তাকে মনে রাখবেন। এমন এক খেলোয়াড় যিনি কিনা রিয়ালকে সর্বস্ব নিংড়ে দিয়েছেন। রিয়াল মাদ্রিদ সব সময় তাঁর ঘর হয়েই থাকবে। জীবনের নতুন অধ্যায়ে আমরা তাঁর এবং তাঁর পরিবারের সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।’
ম্যানইউর পক্ষ থেকে বলা হয়, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের সঙ্গে জানাচ্ছে, কাসেমিরোর দলবদল নিয়ে রিয়ালের সঙ্গে ঐকমত্যে পৌঁছানো গেছে। ওল্ট্রাফোর্ডে আমরা সবাই তাঁকে বরণ করে নেওয়ার অপেক্ষায় আছি।’