রুতুরাজের ব্যাটে ধোনিদের মধুর প্রতিশোধ
আগের দেখায় দুইশ ছাড়ানো লক্ষ্য দিয়েও মুম্বাই ইন্ডিয়ানসের কাছে পাত্তা পায়নি চেন্নাই সুপার কিংস। তবে, সংযুক্ত আরব আমিরাতে আর ভুল করল না চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাটিং ঝড়ে মাঝারি সংগ্রহ নিয়েও মুম্বাই ইন্ডিয়ানসকে উড়িয়ে মধুর প্রতিশোধ নিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল রোববার রাতে মুম্বাই ইন্ডিয়ানসকে ২০ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।
ম্যাচটিতে জয়ের মূল নায়ক হলেন রুতুরাজ। আগে ব্যাট করতে নেমে সাত রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই। আঘাত পেয়ে ফিরে যান আরেক ব্যাটসম্যান। এরপর হারিয়ে ফেলে অধিনায়ক ধোনিকেও। এমন চাপের মুখ থেকে দলকে একাই উদ্ধার করেন রুতুরাজ। চাপের মুখে দলকে দুর্দান্ত এক ইনিংস উপহার দেন তিনি। তাঁর ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ পায় চেন্নাই।
৫৮ বলে অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলেন রুতুরাজ। ফলে, ম্যাচ সেরার পুরস্কারও জেতেন গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হওয়া এই ব্যাটসম্যান। অন্যদিকে ব্যাটিংয়ে ৮ বলে ২৩ রানের ইনিংসের পর বল হাতে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন ক্যারিবীয় অলরাউন্ডার ব্রাভো।
জবাব দিতে নেমে মুম্বাইও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মুম্বাইকেও একাই টানেন সৌরভ তিওয়ারি। কিন্তু, রক্ষা করতে পারেননি। শেষ পর্যন্ত ব্রাভোর দারুণ বোলিংয়ের কাছে ১৩৬ রানে হেরে যায় দলটি। ৪০ বলে ৫ চারে ৫০ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তিনি ছাড়া মুম্বাইয়ের আর কেউ ২০ পর্যন্ত যেতে পারেননি।
ম্যাচটিতে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে চোটের জন্য পায়নি মুম্বাই। ড্রেসিং রুমের সামনে বসেই দলের হার দেখলেন আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর
চেন্নাই সুপার কিংস : ২০ ওভারে ১৫৬/৬ (রুতুরাজ ৮৮*, দু প্লেসি ০, মইন ০, রায়ডু ০ রিটায়ার্ড হার্ট, রায়না ৪, ধোনি ৩, জাদেজা ২৬, ব্রাভো ২৩, শার্দুল ১*; বোল্ট ৪-১-৩৫-২, মিল্নে ৪-০-২১-২, বুমরাহ ৪-০-৩৩-২, পোলার্ড ২-০-১৫-০, রাহুল চাহার ৪-০-২২-০, ক্রুনাল পান্ডিয়া ২-০-২৭-০)
মুম্বাই ইন্ডিয়ান্স : ২০ ওভারে ১৩৬/৮ (ডি কক ১৭, আনমোলপ্রিত ১৬, সূর্যকুমার ৩, কিষান ১১, সৌরভ ৫০*, পোলার্ড ১৫, ক্রুনাল পান্ডিয়া ৪, মিল্নে ১৫, রাহুল চাহার ০, বুমরাহ ১*; দিপক চাহার ৪-০-১৯-২, হেইজেলউড ৪-০-৩৪-১, শার্দুল ৪-০-২৯-১, মইন ৩-০-১৬-০, ব্রাভো ৪-০-২৫-৩, জাদেজা ১-০-১৩-০)
ফল : চেন্নাই সুপার কিংস ২০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : রুতুরাজ গায়কোয়াড়।