রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপে জাপান
অস্ট্রেলিয়ার বিপক্ষে নাটকীয় জয়ে কাতার বিশ্বকাপের মূল পর্বে উঠে গেছে জাপান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জাপান ২-০ গোলে জিতেছে অসিদের বিপক্ষে। শেষ মুহূর্তে জোড়া গোল করে দলকে জয়ের উল্লাসে মাতান জাপানের কাওরু মিতোমা।
জাপান এই নিয়ে টানা সাতবার বিশ্বকাপের মূল পর্বে উঠেছে। জাপানের এই জয়ের ফলে সৌদি আরবও মূল পর্বে উঠে গেছে। অবশ্য হারলেও বিশ্বকাপে খেলার আশা এখনো শেষ হয়ে যায়নি অস্ট্রেলিয়ার। প্লে-অফে জিতলেই কাতারে খেলতে যেতে পারবে তারা।
সিডনিতে ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল দুই দলের লড়াই। ৮৯ মিনিটে নাটকীয়ভাবে গোল করেন কাওরু মিতোমা। এক মিনিটের মধ্যে তিনি ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন।
গত বছর নভেম্বরে ওমানের বিরুদ্ধে জাপান জাতীয় দলের হয়ে অভিষেক হয় মিতোমার। আর এদিনের ম্যাচে দেশের হয়ে প্রথম গোল করলেন তিনি।
বিশ্বকাপের বাছাই পর্বে শুরুটা ভালো হয়নি জাপানের। প্রথম তিনটি ম্যাচের দুটিতেই হেরে গিয়েছিল তারা। সেই ধাক্কা কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে টানা ছয় ম্যাচ জিতেছে তারা।
নয় ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এশিয়া পর্বের ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে জাপান। সামান ম্যাচে ১৫ পয়েন্ট সৌদি আরবের। এশিয়া থেকে দক্ষিণ কোরিয়া ও ইরান আগেই বিশ্বকাপের মূল পর্বে উঠেছে।