রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের হাসি
লক্ষ্যটা বেশ চ্যালেঞ্জিং ছিল। জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হতো ৩০৯ রান। এই রান তাড়ায় কাছাকাছিও চলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে তরি ডুবল ক্যারিবীয়দের। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জয় তুলে নিল ভারত।
পোর্ট অব স্পেনে গতকাল শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৩ রানে হারিয়েছে শেখর ধাওয়ানের ভারত। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ৩০৮ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। এই সংগ্রহ পেতে বড় ভূমিকা রাখেন এই সিরিজে নেতৃত্ব পাওয়া শেখর ধাওয়ান। কিন্তু বড় ইনিংস খেলেও শেষ পর্যন্ত সেঞ্চুরি হাতছাড়া হয়েছে তাঁর। ৯৯ বলে ৯৭ রানের ইনিংস খেলেন তিনি।
এ ছাড়াও শ্রেয়াস আইয়ার ও শুভমান গিল হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। শুভমান করেছেন ৫৩ বলে ৬৪ রান। আর আইয়ার খেলেছেন ৫৭ বলে ৫৪ রানের ইনিংস।
জবাব দিতে নেমে আশা জাগিয়েও শেষ পর্যন্ত ৩০৫ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন কাইল মায়ার্স। আগামী রোববার একই মাঠে হবে দ্বিতীয় ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ৩০৮/৭ (ধাওয়ান ৯৭, গিল ৬৪, শ্রেয়াস ৫৪, সূর্যকুমার ১৩, স্যামসন ১২, হুডা ২৭, প্যাটেল ২১, শার্দুল ৭*, সিরাজ ১*; জোসেফ ১০-০-৬১-২, সিলস ৯-১-৫৪-০, শেফার্ড ৭-০-৪৩-১, মেয়ার্স ২-০-১৭-০, মোটি ১০-০-৫৪-২, আকিল ১০-০-৫১-১, পুরান ২-০-২৩-০)।
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩০৫/৬ (হোপ ৭, মেয়ার্স ৭৫, ব্রুকস ৪৬, কিং ৫৪, পুরান ২৫, পাওয়েল ৬, আকিল ৩২*, শেফার্ড ৩৮*; সিরাজ ১০-০-৫৬-২, কৃষ্ণা ১০-১-৬২-০, শার্দুল ৮-০-৫৪-২, আকসার ৭-০-৪৩-০, হুডা ৫-০-২২-০, চেহেল ১০-০-৫৮-২)।
ফল: ভারত ৩ রানে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ভারত ১-০তে এগিয়ে।