রূপগঞ্জের কাছে মোহামেডানের হার
আরেকটি হার ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় সাকিব আল হাসানের দল নয় উইকেটের বড় ব্যবধানে হেরেছে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে। এটি মোহামেডানের টানা তৃতীয় হার। আর ছয় ম্যাচে রূপগঞ্জের দ্বিতীয় জয়।
আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে ১১৩ রান করে মোহামেডান। জবাবে রূপগঞ্জ এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
মোহামেডান ২৭ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। শুভাগত হোম ঝড়ো ফিফটি করে কিছুটা মান বাঁচান। তিনি ৩২ বলে ৫২ রান করেন। অন্যরা ছিলেন আসা যাওয়ার দলে।
সোহাগ ৪ ওভারে ২ উইকেট নেন মাত্র ৮ রান দিয়ে। নাঈমের শিকারও ২ উইকেট।
ছোট লক্ষ্য তাড়ায় পিনাক ঘোষ ও মেহদী মারুফের উদ্বোধনী জুটিতেই জয়ের কাছে পৌঁছে যায় রূপগঞ্জ। দুজনে তোলেন ৮৯ রান। ৪৬ বলে ৪১ করেন মারুফ। পিনাক অপরাজিত ৫১ বলে ৫১ করেন।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান : ২০ ওভারে ১১৩/৯ (মাহমুদুল ০, পারভেজ ১০, শামসুর ৫, সাকিব ০, নাদিফ ০, ইরফান ৯, শুভাগত ৫২, আবু হায়দার ১৫, ইয়াসিন ৬, আবু জায়েদ ৮*, আসিফ ৫*; সোহাগ ৪-২-৮-২, শহীদ ৪-০-২১-২, নাঈম ২-০-৬-২, সানজামুল ২-০-১৩-০, নাবিল ৩-০-২৪-০, অনিক ৩-০-২৯-২, মুক্তার ২-০-১২-১)।
রূপগঞ্জ : ১৮.১ ওভারে ১১৭/১ (পিনাক ৫১*, মারুফ ৪১, সাব্বির ১৪*; সাকিব ৩.১-০-১৭-০, শুভাগত ৩-০-১৭-০, আবু জায়েদ ২-০-২০-০, ইয়াসিন ২-০-১৩-০, আবু হায়দার ১-০-১১-০, আসিফ ৪-০-২১-০, মাহমুদুল ৩-০-১১-১)।
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: সোহাগ গাজী।