রেকর্ড গড়ে লিগ কাপের শিরোপা জিতল ম্যান সিটি
এই কদিন আগে টটেনহ্যাম হটস্পারের কোচ হোসে মরিনহোকে ছাঁটাই করা হয়। লিগ কাপের ফাইনালের আগে দলটির কোচ বদল করেও কোনো সাফল্য পায়নি। ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে গেছে তারা।
গতকাল রোববার রাতে অনুষ্ঠিত ম্যাচে ম্যান সিটির জয়ের নায়ক ডিফেন্ডার এমেরিক লাপোর্ত। তাঁর একমাত্র গোলেই লিগ কাপে শিরোপার উল্লাস করে পেপ গার্দিওলার দল।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এই জয়ে টানা চারবার লিগ কাপের শিরোপা জিতল ম্যান সিটি। লিভারপুল ১৯৮১ থেকে ১৯৮৪ পর্যন্ত টানা চারবার লিগ কাপের শিরোপা জিতে ছিল। আর টটেনহ্যাম সব প্রতিযোগিতা মিলে চারটি ফাইনালে হারে।
ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি আট হাজার দর্শক সরাসরি দেখার সুযোগ পেয়েছিল।
ম্যাচের ৮২ মিনিটে জয়সূচক গোলটি করেন লাপোর্ত। কেভিন ডে ব্রুইনের ফ্রি কিকে চমৎকার হেডে গোলটি করেন এই ফরাসি ডিফেন্ডার।
আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির মুখোমুখি হবে ম্যান সিটি।