রেফারির ‘অবিচার’ নিয়ে রেগে আছেন বার্সা কোচ
লা লিগায় ছন্দ ধরে রাখলেও চ্যাম্পিয়নস লিগে সেই হতাশার সঙ্গীর হলো বার্সেলোনা। ইন্টারমিলানের বিপক্ষে আক্রমণাত্মক থেকেও ফল নিজেদের পক্ষে আনতে পারল না তারা। ইন্টার মিলানের বিপক্ষে হার নিয়েই মাঠ ছাড়তে হলো কাতালান ক্লাবটিকে।
নিজেদের ঘরের মাঠ সান সিরোয় গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে বার্সাকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার। দলের হয়ে জয়সূচক গোলটি করেন হাকান কালহানোগলু।
কিন্তু এই ফল মানতে পারছেন না বার্সা কোচ জাভি হার্নান্দেজ। কারণ তাদের একটি গোল হ্যান্ডবলের জন্য বাতিল করা হয়। সেটি যদি বাতিল না হতো তাহলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।
ম্যাচটির দ্বিতীয়ার্ধে ইন্টার মিলানের জালে বল পাঠান বার্সেলোনার পেদ্রি। তাঁর গোলের আগে বল আনসু ফাতির হাতে লেগে যাওয়াতে ভিএআরের সহায়তায় গোল বাতিল করে ‘হ্যান্ডবল’ দেন রেফারি। যার কারণে খুব রেগেছেন বার্সা কোচ। তাঁর মতে, রেফারি অবিচার করেছেন।
ম্যাচটির ফলাফল নিয়ে জাভি বলেছেন, ‘সত্যি কথা বললে যদি জিজ্ঞেস করেন কেমন আছি, বলব রেগে আছি। কিছুই বুঝতে পারছি না। আনসু (অনিচ্ছাকৃতভাবে) হ্যান্ডবল করলেও গোলটা করেছে অন্য একজন। এটা গোল হবে। কিন্তু বাতিল করে দেওয়া হলো। আরেকটিও (ডামফ্রিসের সম্ভাব্য হ্যান্ডবল) বুঝতে পারিনি সেটা। সরাসরি বলছি যে, এটা অবিচার হয়েছে। রেফারির মুখ খোলা উচিত।’
গতকাল ম্যাচটিতে বল দখলে এগিয়ে ছিল বার্সা। ৭২ ভাগ সময় বল নিজেদের দখলে রাখে তারা। এই সময়েও আক্রমণেও এগিয়ে ছিল তারা। বার্সা করে সাতবার আক্রমণ আর ইন্টার করে পাঁচবার। কিন্তু পাঁচবার আক্রমণের মধ্যেই জালের দেখা পেয়ে ইন্টার। কিন্তু ফিনিশিংয়ে গিয়ে ব্যর্থ হয়ে পয়েন্ট হারাতে হয় জাভির শিষ্যদের।
ম্যাচের জয়সূচক গোলটি আসে বিরতির আগ মুহূর্তে। সতীর্থের পাস পেয়ে ২৫ গজ দূর থেকে নিখুঁত শট করে দলকে লিড এনে দেন কালহানোগলু। এরপর বাকি সময় রক্ষণ ধরে রেখে জয় তুলে নেয় ইন্টার মিলান।