রেফারির সঙ্গে রিয়াল কোচের হাসাহাসি, ক্ষুব্ধ তুখেল
চ্যাম্পিয়নস লিগে গেল রাতে অবিশ্বাস্য এক ম্যাচ দেখে ফেললেন ফুটবল ভক্তরা। তুমুল উত্তেজনায় ঠাসা ম্যাচটিতে চেলসিকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু হতাশার রাতে, রিয়াল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে ম্যাচ রেফারির হাসাহাসি দেখে আরও ক্ষুব্ধ হয়েছেন চেলসির কোচ টমাস তুখেল।
সান্তিয়াগো বার্নাব্যুতে গেল রাতে জানপ্রাণ দিয়ে লড়াই করেছে চেলসি। ম্যাচের প্রতিটি মুহূর্তে রোমাঞ্চও ছড়িয়েছে। জয় এসেছে চেলসির। কিন্তু, জিতেও ব্যবধান না বাড়াতে পারায় কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো গেলবারের চ্যাম্পিয়নদের।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে চেলসি। তবে, প্রথম লেগে চেলসির মাঠে ৩-১ ব্যবধানে জিতেছিল রিয়াল। ওই জয়ই গড়ে দিয়েছে ব্যবধান। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় শেষ চারে উঠেছে কার্লো আনচেলত্তির দল।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চেলসি কোচ টমাস তুখেল রেফারির ইস্যুটিকে নিয়ে বলেন, ‘খেলা শেষে আমি গিয়ে তাঁকে (রেফারি) ধন্যবাদ জানাতে চাইছিলাম। কিন্তু, সে তখন প্রতিপক্ষ কোচের সঙ্গে হাসাহাসি ও মজা করছিল। আমার মনে হয়, এসবের জন্য সময়টা ঠিক ছিল না। শেষ বাঁশি বাজার ঠিক পর, ১২৬ মিনিট ধরে একটা দল নিজেদের উজাড় করে দেওয়ার পর যখন গিয়ে দেখা যায়, রেফারি প্রতিপক্ষ কোচের সঙ্গে হাসাহাসি করছেন, এটা ঠিক নয়। খুব বাজে সময় বেছে নিয়েছেন তিনি। আমি তাঁকেও এটা বলেছি।’
শুধু তাই নয়, ম্যাচের ৬২ মিনিটে মার্কোস আলোন্সোর গোল ভিএআর-এ তা বাতিল হয়ে যাওয়ার সিদ্ধান্তটি নিয়েও আপত্তি জানান চেলসি।
চেলসির কোচ বলেন, ‘গোলটি আমি দেখিনি। তবে, আমি ভীষণ হতাশ। নিজে গিয়ে এটা পরীক্ষা করে দেখেছে। কর্তৃত্বে তাঁর নিজের থাকা উচিত ছিল, বিচ্ছিন্নভাবে চেয়ারে বসে থাকা একজনের ওপর সিদ্ধান্তের ভার ছেড়ে দেওয়া উচিত নয়।’