রোনালদোর ছুঁড়ে ফেলা বাহুবন্ধনীর মূল্য ৬৩ লাখ টাকা
গত শনিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ওই ম্যাচে রোনালদোর একটি গোল বাতিল হয়ে যায়। গোল বাতিল হওয়ার ক্ষোভে নিজের বাহুবন্ধনী ছুঁড়ে ফেলেছিলেন পর্তুগিজ তারকা। আর সেই বাহুবন্ধনী নিলামে বিক্রি হয়েছে ৭৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৩ লাখ ৩৯ হাজার টাকা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোনালদোর বাহুবন্ধনী নিলামে বিক্রি হওয়া অর্থ দিয়ে একটি শিশুর চিকিৎসা করা হবে। গাভ্রিলো দুরদিয়েভিচ নামের সার্বিয়ার ছয় মাস বয়সী এক শিশুর চিকিৎসায় এই অর্থ ব্যয় করা হবে। মেরুদণ্ডের পেশির জটিল রোগে ভুগছে শিশুটি।
ওই ম্যাচে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। রোনালদোর গোলটি বাতিল না হলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারত পর্তুগিজরা। ভিডিও রিপ্লেতে দেখা যায়, গোলটি ঠিকই হয়েছিল। তবুও রেফারি বাতিল ঘোষণা করলে ক্ষোভে বাহুবন্ধনী ছুঁড়ে ফেলেন।
অবশ্য রোনালদোর রাগের ফলেই একটি শিশুর চিকিৎসা হবে। ম্যাচ শেষে রেড স্টার স্টেডিয়ামের এক কর্মী বাহুবন্ধনীটি পান। ওই কর্মী সংবাদমাধ্যমকে বলেন, ‘রোনালদো রাগ করে বাহুবন্ধনী ছুঁড়ে ফেলেন। আমার পাশে পড়ে সেটি।’
ওই কর্মীর কাছ থেকেই আর্মব্যান্ডটি পেয়ে নিলামে তোলে সার্বিয়ার একটি দাতব্য প্রতিষ্ঠান। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা নিলামে ৭৫ হাজার ডলার সেটি কিনে নেয়।
নিলামকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বলা হয়, ‘গাভ্রিলো দুরদিয়েভিচ নামের ছয় মাস বয়সী শিশুর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে। সে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি রোগে ভুগছে, চিকিৎসা করে তার জীবন বাঁচাতে আড়াই লাখ ইউরো প্রয়োজন।’