রোনালদোর দল বদল নিয়ে মুখ খুললেন জুভেন্টাস কোচ
সম্প্রতি গুঞ্জন উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। বিভিন্ন গণমাধ্যমে খবর রটেছে—জুভেন্টাস ছাড়তে চাইছেন নাকি পর্তুগিজ তারকা। কথা ওঠে, সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে ফেরা নিয়েও। এ ব্যাপারে অবশ্য নিজের অবস্থান স্পষ্ট করেছেন হালের অন্যতম সেরা ফুটবলার। এবার তাঁর ক্লাব জুভেন্টাসের কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি জানালেন, তুরিনের ক্লাবটি ছাড়ার কথা কখনোই বলেননি রোনালদো।
রোনালদোর গুঞ্জনের সঙ্গে শুধু রিয়ালের নাম আসছে না। গুঞ্জন উঠেছে পিএসজিতে যাওয়া নিয়েও। এমনকি মার্কাসহ কিছু সংবাদমাধ্যম বলেছে, ম্যানসিটিতেও রোনালদোর যোগ দেওয়া কথা। এর মধ্যে এল চিরিংগিতোর প্রতিবেদনে বলা হয়, জুভেন্টাস তারকার সঙ্গে নাকি যোগযোগও করেছে রিয়াল।
এরপর বিবৃতিতে রোনালদো সাফ জানিয়ে দিয়েছেন, দলবদল নিয়ে তাঁর ভাবনার কথা। জুভেন্টাস কোচও জানালেন সিআর সেভেনকে নিয়ে নিজেদের পরিকল্পনা।
জুভেন্টাসের নতুন কোচ হওয়া আল্লেগ্রি বলেন, ‘সে সবসময় ভালোভাবে অনুশীলন করেছে, আমি শুধু খবরের কাগজে গুঞ্জন পড়েছি। সে আমাদের কখনো বলেনি যে সে চলে যেতে চায়। রোনালদো আমাকে বলেছিল সে জুভেন্টাসেই থাকছে। সে আমাদের জন্য একটি বোনাস, কারণ সে অসংখ্য গোলের নিশ্চয়তা দেয়। স্পষ্টতই, একজন খেলোয়াড়ের সেরাটা পেতে হলে আমাদের একটি দল হিসেবেও কাজ করতে হবে।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে লম্বা বিবৃতিতে নিজের অবস্থান নিয়ে রোনালদো লিখেছেন, ‘যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন, আমি নিজের কাজের প্রতি কতটা মনোযোগী। কথা কম, কাজ বেশি—ক্যারিয়ারের শুরু থেকে এটিই আমার পথনির্দেশক নীতি। যাই হোক, সম্প্রতি যা বলা হয়েছে এবং লেখা হয়েছে তার সবকিছু বিবেচনা করে, আমার অবস্থান পরিষ্কার করা দরকার। আমার ভবিষ্যৎ নিয়ে যেভাবে মিডিয়াতে প্রচার করা হচ্ছে, সেটা অসম্মানজনক। এই গুজবে জড়িত ক্লাবগুলো, তাদের খেলোয়াড় ও কর্মীদের জন্যও বিষয়টি অসম্মানজনক।
‘রিয়াল মাদ্রিদে আমার গল্প লেখা হয়েছে। এটা রেকর্ড হয়ে আছে। শব্দ ও সংখ্যায়, ট্রফি ও শিরোপায়, রেকর্ডে ও শিরোনামে। এটা বার্নাব্যুর জাদুঘরে রয়েছে। এটি ক্লাবের প্রতিটি ভক্তের হৃদয়েও রয়েছে। আমি যা অর্জন করেছি তার বাইরেও দীর্ঘ ৯ বছর ক্লাবের অসাধারণ ভক্তদের সঙ্গে আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক ছিল। সেই ভালোবাসা ও শ্রদ্ধা আমি আজও ধরে রেখেছি এবং সব সময় তা লালন করব। আমি জানি যে, রিয়াল মাদ্রিদের প্রকৃত ভক্তেরা আমাকে এখনও তাদের হৃদয়ে রেখেছে এবং ভবিষ্যতেও তাদের মনের মধ্যে থাকব।’
এরপর নিজের অবস্থান নিয়ে রোনালদো লিখেছেন, ‘স্পেনের এই সাম্প্রতিকতম পর্বের পাশাপাশি, বিভিন্ন লিগের বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে আমাকে যুক্ত করার খবর ও গল্প প্রায়ই প্রকাশিত হয়েছে, যার সত্যিকারের সত্যতা খুঁজে বের করার চেষ্টা কেউ করেনি। আমি এখন নীরবতা ভেঙে বলছি যে, আমি মানুষকে আমার নাম নিয়ে খেলা করতে দেব না। আমি আমার ক্যারিয়ার ও কাজেই কেবল মনোনিবেশ করছি। আমাকে যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, তার জন্য আমি প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। আর কিছু জানার আছে? বাকি সব শুধুই গুঞ্জন।’