রোমাঞ্চিত হাসান ম্যাচ শেষে যা বললেন
যে উইকেটে আগের দুই ম্যাচে খাবি খেয়েছিলেন আয়ারল্যান্ডের বোলাররা, সেই একই উইকেটে হুল ফোটালেন হাসান মাহমুদ। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) আগুন ঝরালেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তার বোলিং তোপে আইরিশদের মেরুদণ্ড ভেঙে যায়। ৮.১-১-৩২-৫-এর দুর্দান্ত বোলিং ফিগার নিয়ে ক্যারিয়ারসেরা ইনিংসের স্বীকৃতিও পেয়েছেন ম্যাচসেরা হয়ে।
ম্যাচ শেষে সেরার পুরস্কার নিতে এসে আতহার আলী খানের মুখোমুখি হয়ে হাসান মাহমুদ বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার পাঁচ উইকেট পেলাম। আমার ভেতর বেশ রোমাঞ্চ কাজ করছে। সিলেটের উইকেট ভালো ছিল আমাদের পেসারদের জন্য। আবহাওয়াও অনুকূলে ছিল। উইকেটে বাউন্স, গতি সবই ছিল। আমরা খুব উপভোগ করেছি। আমরা পেসাররা সবাই মিলে একটা ইউনিট হয়ে কাজ করছি। সবার প্রতি কৃতজ্ঞ আমি।’
হাসান মাহমুদের বয়স মাত্র ২৩। আন্তর্জাতিক ক্রিকেটে পথচলাটা বছর দুয়েকের। আজ আইরিশদের বিপক্ষে অষ্টম ওয়ানডে খেললেন তিনি। এখনই তাকে বিচার করে ফেলা অনুচিত। তবে, তিনি যেভাবে প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন, প্রতিনিয়তই উন্নতি করছেন; তাতে আগামীর বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম স্তম্ভ ভাবা যেতেই পারে এই তরুণকে।
পেসার মানেই গতির ঝড়। নতুন বলে আগুন ঝরানো, পুরনো বলে আরও ক্ষিপ্র হয়ে ওঠা। সঙ্গে চাই আত্মবিশ্বাস। হাসানের মধ্যে সবগুলো বৈশিষ্ট্য ভালোভাবে দেখা গিয়েছে আজকের ম্যাচে। তাই তাকে ঘিরে আশার বীজ বুনতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।