র্যাঙ্কিংয়ে কোহলিকে পেছনে ফেললেন আইরিশ ক্রিকেটার
বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে দারুণ ছিলেন আয়ারল্যান্ডের ক্রিকেটার হ্যারি টেক্টর। ব্যাট ধারাবাহিক থাকার পুরস্কারও পেয়ে গেলেন তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ে আইসিসির ব্যাটারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ঢুকে পড়লেন এই আইরিশ ক্রিকেটার।
শুধু তাই নয়, সেরা দশে ঢুকে ভারতীয় তারকা বিরাট কোহলিকে পেছনে ফেললেন হ্যারি টেক্টর। সেরা দশে ঢুকা টেক্টর জায়গা করে নিয়েছেন সাত নম্বরে। আর এতদিন সাতে থাকা বিরাট কোহলি চলে গেলেন আট নম্বরে। রোহিত শর্মা রয়েছেন দশে।
আজ বৃহস্পতিবার (১৮ মে) নিজেদের র্যাঙ্কিংয়ে হালনাগাদ করেছে আইসিসি। যেখানে শুরুর দিকের স্থানগুলো যথারীতি ঠিক আছে। পরিবর্তন হয়েছে সাত থেকেই।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি রান করেছেন ট্যাক্টর। তিন ম্যাচে তিনি করেছেন ২০৬ রান। এর মধ্যে সেঞ্চুরিসহ এক ইনিংসেই আছে ১৪০ রানের অসাধারণ ইনিংস। চেমসফোর্ডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছিলেন ট্যাক্টর। সেই পুরস্কারই এবার পেলেন তিনি।
কোহলি ছাড়াও একধাপ নিচে নেমে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক। আট থেকে নয়ে নেমে গেছেন তিনি।
আইসিসির তালিকায় এক নম্বরে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় স্থানে আছেন প্রোটিয়া তারকা রাসি ফর ডাসেন। তিনে আছেন পাকিস্তানের ফখর জামান। চারে আছেন পাকিস্তানের ইমাম উল হক। পাঁচে আছেন ভারতের শুভমান গিল। ছয়ে আছেন অসি তারকা ডেভিড ওয়ার্নার।