লখনৌকে হারিয়ে প্রথম জয় চেন্নাইয়ের
প্রথম ম্যাচে জয় দিয়ে আসর শুরু করেছিল লখনৌ সুপার জায়ান্ট। মু্দ্রার অন্য পিঠে হার দিয়ে আসর শুরু করে চেন্নাই সুপার কিংস। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই ঘুরে দাঁড়িয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। পেয়েছে জয়ের দেখা। গতকাল সোমবার (৩ এপ্রিল) লখনৌকে ১২ রানে হারিয়েছে চেন্নাই।
আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৭ রান তোলে চেন্নাই। জবাব দিতে নেমে জয়ের খুব কাছাকাছি গিয়েও ২০ ওভার শেষে ৭ উইকেটে ২০৫ রানে থামে লখনৌ। হার মানে ১২ রানে।
শুরু থেকেই লখনৌর বোলারদের ওপর চড়া হন চেন্নাইয়ের দুই ওপেনার রুতুরাজ গাইকোয়াড় ও ডেভন কনওয়ে। ওপেনিং জুটিতে ৯.১ ওভারে ১১০ রান তোলেন দুইজন। ৫৭ রান করে রবি বিসনয়ীর বলে মার্ক উডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রুতুরাজ। আরেক ওপেনার কনওয়ে আউট হন ৪৭ রান করে। শেষদিকে আম্বাতি রাইডুর অপরাজিত ২৭ রানে ভর দিয়ে চেন্নাই পায় ২১৭ রানের বিশাল সংগ্রহ। লখনৌর পক্ষে রবি বিসনয়ী ও মার্ক উড শিকার করেন ৩ টি করে উইকেট।
২১৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে খেই হারায়নি লখনৌ। বরং লোকেশ রাহুল ও কাইল মায়ার্স এনে দেন ঝড়ো সূচনা। ৫.৩ ওভারেই দুজন স্কোরবোর্ডে জমা করেন ৭৯ রান। ৫৩ করে মায়ার্স আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লখনৌ।
নিকোলাস পুরান (৩২), আয়ুশ বাদোনি (২৩), লোকেশ রাহলের (২০) ছোট ছোট ইনিংসগুলো ম্যাচ জেতাতে যথেষ্ট ছিল না। চেন্নাইয়ের পক্ষে একাই চার উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের করে নেন মঈন আলি। হাই স্কোরিং ম্যাচেও ৪ ওভারে মাত্র ২৬ রান দেন মঈন। এতেই চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ঘরের মাঠের দর্শকদের সামনে আসরে নিজেদের প্রথম জয়টা তুলে নেয় ধোনির সুপার কিংস।