লজ্জার নতুন রেকর্ড গড়লেন কোহলি
খারাপ ফর্ম যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিরাট কোহলির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম্যাচ অল্প রানে আউট হওয়ার পর, গতকাল শুক্রবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে শূন্য রানে সাজঘরে ফেরেন সাবেক ভারতীয় অধিনায়ক। তাই একাধিক লজ্জার রেকর্ডে নাম লেখালেন কোহলি।
রোহিত শর্মা আউট হওয়ার পর ক্রিজে নামেন কোহলি। তবে লেগ সাইডে আলজারি জোসেফের বলে খোঁচা দিয়ে দ্বিতীয় বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। তিন ম্যাচের এই দ্বিপাক্ষিক সিরিজে সব মিলিয়ে মাত্র ২৬ রান (প্রথম ওয়ানডেতে ৮, দ্বিতীয় ওয়ানডেতে ১৮ রান) করেন কোহলি। ২০১২-২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৩ রান করেছিলেন কোহলি, এক সিরিজে এটাই তাঁর ক্যারিয়ারের সর্বনিম্ন স্কোর।
ওয়েস্ট ইন্ডিজ বরাবরই কোহলির প্রিয় প্রতিপক্ষদের মধ্যে একটি। এটি দ্বিতীয় সিরিজ, যেখানে ক্যারিবীয়দের বিরুদ্ধে একটিও অর্ধশতরান করতে ব্যর্থ হলেন কোহলি।
এটি কোহলির ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম শূন্য রান। ভারতীয় টপ অর্ডার (এক থেকে সাত) ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে একমাত্র সৌরভ গাঙ্গুলী (১৬), যুবরাজ সিং (১৮) ও শচীন টেন্ডুলকারই (২০) কোহলি থেকে অধিকবার শূন্য রানে আউট হয়েছেন। কোহলি তৃতীয় ওয়ানডেতে শূন্য রানে আউট হয়ে এই লজ্জাজনক তালিকায় সুরেশ রায়না ও বীরেন্দর সেবাগকে টপকে গেলেন।