লন্ডনের সেই রাতের ঘোর এখনো কাটেনি ফেদেরারের
কয়েকদিন হলো টেনিসকে বিদায় জানিয়েছেন রজার ফেদেরার। লেভার কাপে টিম ইউরোপের দ্বৈত ম্যাচে কোর্টে ছিল তাঁর শেষ উপস্থিতি। নিজের শেষ ম্যাচে দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের সঙ্গে জুটি গড়ে খেলে হেরেছিলেন। তবুও লন্ডনের সেই রাতের ঘোর এখনো কাটেনি ফেদেরারের। বিদায়ী মুহূর্তগুলো তাঁকে ছুঁয়ে গেছে। তাই লেভার কাপে লন্ডনে টেনিসের শেষ রাতটি বিশেষ হয়ে আছে ফেদেরারের জন্য।
টেনিসে নিজের শেষ ম্যাচের ঘোর নিয়ে এক সাক্ষাৎকারে এই কিংবদন্তি বলেছেন, ‘সেদিন সব কিছুই একেবারে নিখুঁত চিত্রনাট্যে হয়েছিল। সব অর্থেই সেটা অসাধারণ এক অভিজ্ঞতা। নানা প্রেক্ষিতেই টেনিস জীবনের সেই মুহূর্তগুলো আমার কাছে অন্যরকম মাত্রা এনে দিয়েছিল। যেন সিনেমার মতো একের পর এক সব ঘটেছিল। মানছি সে দিনের আবহ কিছুটা হলেও নাটকীয় হয়ে উঠেছিল। তবু কী যে আনন্দ পেয়েছিলাম, তা বলে বোঝাতে পারব না।’
ক্যারিয়ারের শেষ ম্যাচটির রাত ফেদেরার কাছে বিশেষ হয়ে উঠেছে। তিনি বলেছেন, ‘আমার কাছে ব্যাপারটা বিশেষ একটা কিছু হয়ে থাকবে চিরকালের জন্যই। নিজের টেনিস জীবনের বিশেষ একটা উৎসব যেন। আমার সার্কিটের এতদিনকার প্রতিপক্ষরা এবং সেটা শুধু রাফা নয়, অ্যান্ডি মারে, নোভাক জকোভিচও ওই রাতটাকে করে তুলেছিল অবিশ্বাস্য আবেগের এক অভিজ্ঞতা। সেই রাতটা যেন আমার জীবনের সবকিছুই। বিদায় মুহূর্তটা যেন জাদুর ছোঁয়ায় উজ্জ্বল হয়ে উঠেছিল।’
পেশাদার টেনিসকে বিদায় জানানো ফেদেরার এই জগতে যাত্রা শুরু করেন ১৯৯৮ সালে। ২০০৬ সালে উইম্বলডন দিয়ে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতেছিলেন রজার ফেদেরার। এরপর দেখতে দেখতে কিংবদন্তি পিট সাম্প্রাসের রেকর্ড ১৪ গ্র্যান্ডস্ল্যামকে পেছনে ফেলেন। প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে জেতেন ২০টি গ্র্যান্ডস্ল্যাম।
দুই যুগের ক্যারিয়ারের দেড় হাজারেরও বেশি ম্যাচ খেলেছেন ফেদেরার। ক্ল্যাসিক টেনিসে যুগ মোহিত করে রেখেছিলেন বিশ্বকে। ক্যারিয়ারে সবচেয়ে বেশি ৮টি উইম্বলডনের শিরোপা জিতেছেন ফেদেরার। ছয়টি অস্ট্রেলিয়ান ওপেন, পাঁচটি ইউএস ওপেন এবং একটি ফ্রেঞ্চ ওপেন আছে তাঁর ক্যারিয়ারে।