লা লিগা স্থগিত, কোয়ারেন্টাইনে রিয়াল মাদ্রিদ
আর চলল না লা লিগার লড়াই। করোনাভাইরাসের প্রকোপে আপাতত থেমে গেল মেসি, রামোস, টনি ক্রুসদের দুরন্ত ফুটবল। লা লিগা অন্তত দুই সপ্তাহ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে ওই ঘোষণা দেয় লা লিগা।
এর আগেই খবর আসে যে লা লিগার অন্যতম দল রিয়াল মাদ্রিদের ফুটবলারদের ‘হোম কোয়ারেন্টাইনে’ (বাড়িতে আলাদা পর্যবেক্ষণে থাকবে) পাঠানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে লা লিগার ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
ওয়েবসাইটে লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। রিয়াল মাদ্রিদের একজন বাস্কেটবল খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জন্য ওই বাস্কেটবল দলের পাশাপাশি ক্লাবটির ফুটবল দলকেও হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। অনুশীলনও আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে জিনেদিন জিদানের দল।
সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, রিয়াল মাদ্রিদের ফুটবল দলের কেউ করোনাভাইরাসে আক্রান্ত এমন খবর পাওয়া যায়নি। আক্রান্ত হয়েছে ক্লাবটির বাস্কেটবল দলের এক খেলোয়াড়। এরপর থেকেই সতর্ক অবস্থানে চলে যায় রিয়াল। কারণ দুই দলই একই অনুশীলন সামগ্রী ব্যবহারসহ সব সুযোগসুবিধা ভাগাভাগি করেছে। এ কারণে করোনাভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে এজন্য ক্লাবটি বাস্কেটবল ও ফুটবল খেলোয়াড়দের বাড়িতে পাঠিয়ে দেয়।