লিটনকে ‘ক্লাস ব্যাটার’ মনে করেন কোচ
২০১৫ সালে টেস্ট অভিষেক হয়েছিল লিটন দাসের। এই দীর্ঘ সময়ে সেঞ্চুরির দেখা পাননি তিনি। নব্বইয়ের ঘরে আটকে ছিলেন তিনি। অবশেষে আক্ষেপ ঘুচল তাঁর। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন তিনি।
দারুণ এই সেঞ্চুরির পর প্রশংসায় ভাসছেন লিটন। লিটনের প্রশংসা করেছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে কথা বলতে চাই না। এটা ভিন্ন একটা প্রতিযোগিতা ছিল। তবে আমার মনে হয় যেকেউ দেখলে বলবেন লিটন নান্দনিক ব্যাটসম্যান। আজ সে দেখিয়েছে সে কতটা ক্লাস ব্যাটার।’
এর আগে গত জুলাইতে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৫ রানে আউট হয়েছিলেন লিটন। কিন্তু এবার আর ভুল করলেন না। চট্টগ্রাম টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন তিনি।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগে ব্যাট করে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৫৩ রান করে বাংলাদেশ। দিন শেষে ২২৫ বলে ১১৩ রানে অপরাজিত আছেন লিটন দাস। আর ১৯০ বলে ৮২ রানে অপরাজিত মুশফিক।