লিটনদের সামনে ভারতকে হোয়াইটওয়াশের মিশন
সিরিজ শুরুর আগে দর্শকদের যদি বলা হতো, দুই ম্যাচ পরেই ভারতের সঙ্গে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের, অনেকেই ভ্রু কুঁচকাতেন। কুঁচকানো স্বাভাবিক। যতই বাংলাদেশের ঘরের মাঠ হোক, প্রতিপক্ষ ভারত। কিন্তু সিরিজ শুরুর পর এটি এখন সত্যে পরিণত হলো। তিন ম্যাচের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
মিরপুরে প্রথম ম্যাচে ১ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৫ রানে জেতে বাংলাদেশ। আগে যেখানে কাছাকাছি ম্যাচগুলায় হারতো টাইগাররা, এখন সেখানে পরপর জয় ছিনিয়ে আনায় আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশের।
আজকের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সাগর পাড়ের চট্টগ্রাম বরাবরই বাংলাদেশের জন্য সৌভাগ্য বয়ে আনে। এখানে শেষ ম্যাচ জিতে ভারতকে হোয়াইটওয়াশ করতে চায় লিটন দাসেরা।
তবে হোয়াইটওয়াশের বাঁধা হতে পারে উইকেটই। চট্রগ্রামের উইকেট মিরপুরের তুলনায় ব্যাটিংবান্ধব। আর ভারতীয় ব্যাটিংয়ের সামর্থ্য কারও অজানা নয়। ওয়ানডেতে বাংলাদেশকে সমীহ করে সবাই। ঘরের মাঠে টাইগাররা কতটা বিপজ্জনক তা ভালো করে জানে ভারত।
সিরিজ হেরে গেলেও হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে যে ছক কৌশল করছে ভারত, তাতে বাংলাদেশ কাঁটা পড়লে অবাক হওয়ার কিছু থাকবে। নির্ভার বাংলাদেশ। ছন্দে আছেন সাকিব, মিরাজ সবাই। সবচেয়ে বড় যেটি, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে জয় বের করে আনতে শিখেছে টাইগাররা। সাগর পাড়ের দর্শকরা আরেকবার সেটি দেখার অপেক্ষায়।