লিটনদের হারিয়েও যে কারণে চিন্তায় দিল্লি
এবারের আইপিএলের শুরু থেকে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না দিল্লি ক্যাপিটালসের। কোনো ভাবেই হারের বৃত্ত থেকে বের হতে পারছিল দলটি। টানা পাঁচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখেছে দিল্লি। সেটাও লিটন দাসদের কলকাতা নাইট রাইডার্সদের বিপক্ষে। তবে জিতেও যেন স্বস্তি নেই দিল্লি শিবিরে। ম্যাচ জয়ের পর ব্যাটিং নিয়ে চিন্তার কথা জানালেন টিম ডিরেক্টর সৌরভ গাঙ্গুলি।
গতকাল বৃহস্পতিবার রাতে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে দিল্লি। কলকাতার বিপক্ষে পেয়েছে ৬ উইকেটের জয়। এই জয়টা অনেকটা টেস্টে প্রথম রান পাওয়ার মতো মনে হয়েছে সৌরভের।
ম্যাচ শেষে সৌরভ বলেছেন, ‘আসলে জিততে পেরে খুশি। আমি ডাগআউটে বসে ভাবছিলাম যে, এটা আমার ২৫ বছর আগে প্রথম টেস্টে রান পাওয়ার মতো (মৌসুমের প্রথম পয়েন্ট পাওয়ার চাপ সম্পর্কে)। আমরা আজ ভাগ্যবান ছিলাম।’
এর পর দিল্লির ব্যাটিং নিয়ে চিন্তা প্রকাশ করে ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, ‘এই মৌসুমে এর আগেও আমরা ভালো বোলিং করেছি। কিন্তু সমস্যা হচ্ছে ব্যাটিংয়ে। আমাদের নিজেদের ভুলত্রুটিগুলো খুঁজতে হবে। দেখতে হবে কী ভাবে আমরা আরও ভালো করতে পারি। স্পিনাররা ভালো বোলিং করেছে। আমি জানি আমরা ভালো খেলিনি এবং আরও ভালো ব্যাট করার পথ খুঁজতে হবে। আমাদের ছেলেদের কঠোর পরিশ্রম করে নিজেদের ফর্ম ফিরে পেতে হবে। সেটা পৃথ্বী, মণীশ হোক বা মিচ মার্শ। তারা দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। আগামীকাল আমাদের একদিনের ছুটি আছে এবং তার পর হায়দরাবাদে উড়ে যাব। আশা করি, সেখানে ভালো ব্যাটিং উইকেট হবে, সাধারণত যেটা হয়ে থাকে।’
দিল্লির অর্জুন জেটলি স্টেডিয়ামে গতকাল আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৭ রানে অলআউট হয় কলকাতা। জবাবে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৮ রান করে দিল্লি। ফেলে জয়ের বন্দরে নোঙর। কলকাতাকে ৪ উইকেটে হারিয়ে আসরে প্রথম পয়েন্টের মুখ দেখল দিল্লি।