লিটনের পরামর্শেই নাকি ওপেনিংয়ে শান্ত
সাদা বলের ক্রিকেটে বেশিরভাগ ক্ষেত্রে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হয়ে থাকেন লিটন দাস। কিন্তু গতকাল বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে উদ্বোধনীতে নামেন তামিম ও নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে ভালোই সাফল্য পেয়েছেন। ওপেনিংয়ে দুজনে মিলে করেন ৪৮ রান। তা দলকে জয়ের ভিত গড়ে দেয়।
ম্যাচ শেষে বিষয়টি আলোচনায় এসেছে। লিটনের পরামর্শেই নাকি তামিম এই সিদ্ধান্ত নেন। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘শান্তের সাথে ওপেন করাটা লিটনের পরামর্শে হয়েছিল। বিরতির সময় লিটন আমার কাছে এসে বলল, আপনারা দুজন ওপেন করলে কেমন হবে, কারণ বাঁহাতি স্পিনাররা ওয়েস্ট ইন্ডিজের প্রধান শক্তি। এটা চমৎকার পরামর্শ ছিল।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘বলটি অনেক ঘুরছিল, ডানহাতি ব্যাটসম্যানের পক্ষে খেলা কঠিন ছিল। আমি এবং শান্ত যখন ব্যাট করতে গিয়েছিলাম, তখন আমরা বলেছিলাম রান করতে না পারলেও স্পিনারদের ওভার শেষ হলে কোনো সমস্যা নেই। আমাদের আরও ওভার বাকি থাকবে। শেষ পর্যন্ত তাদের স্পিনারদের আমরা ভালোই মোকাবিলা করেছি।’
আর ওপেনিং জুটি সম্পর্কে তামিম বলেন, ‘আমাদের ৪৮ রানের ওপেনিং জুটি ছিল দুর্দান্ত। যদিও এটি ছোট মনে হয়, তবে এই উইকেটে এটি ১০০ রানের পার্টনারশিপের মতো। শান্ত ক্রিজে থাকাকালীন ভালোই ব্যাটিং করেছে। এই উইকেটে খেলা খুবই কঠিন ছিল। এটি (গায়ানার উইকেট) মিরপুরের চেয়েও খারাপ। এই উইকেটে আপনি কখন রান পাবেন বলতে পারবেন না।’
গায়ানার এই উইকেট নিম্ন এবং ধীরগতির। বাউন্সের জন্য ব্যাটসম্যানের খেলা কঠিন হয়ে যায়। শুরুতে বাংলাদেশের ব্যাটারদের খেলতে একটু কষ্ট হয়েছিল। পরে ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়।