লিভারপুলকে মাটিতে নামাল সাউদাম্পটন
জয়ের ছন্দে উড়তে থাকা লিভারপুলকে মাটিতে নামাল সাউদাম্পটন। গত দুই ম্যাচে ড্রয়ের পর এবার সাউদাম্পটনের কাছে হেরেই গেল ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ানরা।
গতকাল সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলকে ১-০ ব্যবধানে হারায় সাউদাম্পটন। দলের পক্ষে ব্যবধান গড়া একমাত্র গোলটি করেন লিভারপুলেরই সাবেক ফরোয়ার্ড ড্যানি ইঙ্গস।
টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে বছরের শেষটা বাজে হয়েছিল লিভারপুলের। এবার হার দিয়ে নতুন বছরটাও বাজেভাবে শুরু হলো অলরেডদের। চলতি লিগে টানা ছয় জয়ের পর হারের তেতো স্বাদ পেল লিভারপুল। এর আগে গত রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে পয়েন্ট হারায় লিভারপুল। এরপর দলটি ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিপক্ষে হোঁচট খায়।
এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পেয়ে যায় সাউদাম্পটন। জেমস ওয়ার্ড-প্রাউসের ফ্রি কিক ক্লিয়ার করতে গিয়ে বল মিস করেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। ডি-বক্সে বল পেয়ে সুযোগ হারানি ড্যানি। প্রথম শটেই জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে এটি তাঁর ৫০তম গোল।
এরপর বাকি সময় নিজেদের রক্ষণ আগলে খেলে সাউদাম্পটন। কয়েকবার আক্রমণ করেও ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় শিরোপাধারীদের।
অবশ্য হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে লিভারপুল। ১৭ ম্যাচে অলরেডদের পয়েন্ট ৩৩। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লেস্টার সিটি। আর ২৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সাউদাম্পটন। সমান ২৯ পয়েন্ট নিয়ে চারে টটেনহ্যাম ও পাঁচে ম্যানচেস্টার সিটি।