লেভানদোভস্কিকে নেওয়ার খবর উড়িয়ে দিল বার্সা
বায়ার্ন মিউনিখের অন্যতম মুখ পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি। অথচ গুঞ্জন ওঠে সেই লেভানদোভস্কই নাকি এই গ্রীষ্মে বায়ার্ন ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমাবেন। এমনকি খবর রটেছে, লেভানদোভস্কিকে নিয়ে বায়ার্ন ও বার্সার মধ্যকার আলোচনাও নাকি অনেকটা এগিয়েছে। যদিও এমন খবর স্রেফ উড়িয়ে দিয়েছেন বার্সেলোনার ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর মাতেও আলেমানি। তিনি জানান, এসব খবর সত্যি নয়।
বায়ার্নের জার্সিতে কয়েক বছরে ধরেই দারুণ ছন্দে লেভানদোভস্কি। এক কথায় দলটির গোল মেশিন হয়ে উঠেছেন তিনি। ২০২০ ও ২০২১ সাল মিলিয়ে টানা দুবার জিতেছেন ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। এমনকি চলতি মৌসুমেও সব প্রতিযোগিতা মিলে এরই মধ্যে ৪৭ গোল করেছেন। সেই খেলোয়াড়কেই নাকি বার্সার কাছে ছেড়ে দিবে বলে কথা চলছে।
মার্কার বরাত দিয়ে বুন্দেসলিগা নিউজে বলা হয়, বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর মাতেও আলেমানি খবরটি অনুমান নির্ভর বলে উল্লেখ করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পোলিশ ফরোয়ার্ডের সঙ্গে আমাদের কোনো চুক্তি নেই। এটা প্রেস থেকে অনুমান নির্ভর খবর মাত্র, যা পৃষ্টা পূরণ করার জন্য ভালো। তবে এগুলো সত্য নয়। যদি আমরা তাকে চাই, তাহলে প্রথমেই আমরা তার ক্লাবের সঙ্গে কথা বলব।’