লেভানদোভস্কির হ্যাটট্রিকে শেষ আটে বায়ার্ন
নিজেদের মাঠে প্রথম লেগে প্রতিরোধ গড়তে পারলেও আলিয়াঞ্জ অ্যারেনায় একেবারেই সাদামাটা ছিল সালসবুর্ক। কোনোভাবে থামাতে পারেনি বায়ার্ন মিউনিখকে। উল্টো গোল উৎসবে মেতেছে বায়ার্ন।
হ্যাটট্রিক করেছেন দলের সেরা তারকা রবার্ত লেভানদোভস্কি। সঙ্গে জালের দেখা পেয়েছেন আরো তিনজন। এমন গোল উৎসবের ম্যাচে সালসবুর্ককে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল ইউলিয়ান নাগেলসমানের দল।
গতকাল মঙ্গলবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় শেষ ষোলোর ফিরতি লেগে সালসবুর্ককে ৭-১ গোলে হারিয়েছে বায়ার্ন। মোট দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে এগিয়ে শেষ আটে পা রাখল ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
এদিন ম্যাচের শুরুতেই তিন গোল করে হ্যাটট্রিক তুলে নেন লেভানদোভস্কি। প্রথম গোলটি করেন ১২তম মিনিটে। বাকি দুটি করেন যথাক্রমে ২১ ও ২৩তম মিনিটে। মাত্র ২৩ মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেন পোলিশ তারকা। চ্যাম্পিয়নস লিগে ম্যাচের শুরু থেকে সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিক এটি। এর আগের রেকর্ডটি ছিল ইন্টারের তারকার। ১৯৯৬ সালে ইন্টার মিলানের হয়ে রসেনবর্গের বিপক্ষে মার্কো সিমোনের ২৪ মিনিটে হ্যাটট্রিক ছিল আগের রেকর্ড।
লেভার পর গোল উৎসবে যোগ দেন জিনাব্রি। ৩১তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন তিনি। এরপর বিরতি থেকে ফিরে জোড়া গোল করে স্কোরবোর্ডে নাম তোলেন টমাস মুলার। শেষ দিকে লেরয় সানে আরেকটি গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।
দিনের আরেক ম্যাচে অ্যানফিল্ডে ইন্টার মিলানের কাছে ১-০ গোলে হেরেছে লিভারপুল। কিন্তু এর আগে ইন্টারের মাঠে প্রথম লেগে ২-০ ব্যবধানে জিতেছিল তারা। ওই জয়ই মূলত ভাগ্য খুলে দিয়েছে লিভারপুলের। দুই লেগ মিলিয়ে মোট ২-১ ব্যবধানের অগ্রগামিতায় শেষ আটে উঠল ইয়ুর্গেন ক্লপের দল।