লেভান্দোস্কিকে কিনতে বার্সার খরচ ৪৫ মিলিয়ন ইউরো
বায়ার্ন মিউনিখ ছেড়ে রবার্ট লেভান্দোস্কির নতুন ঠিকানা এখন বার্সেলোনা। চার বছরের জন্য কাতালান ক্লাবে যোগ দিয়েছেন পোলিশ তারকা। নতুন স্ট্রাইকারকে কিনতে বার্সেলোনার খরচ করতে হয়েছে ৪৫ মিলিয়ন ইউরো। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রাক-মৌসুম সফরে বার্সেলোনা শিবিরে যোগ দিয়েছেন লেভান্দোস্কি। সেরে নিয়েছেন মেডিকেল টেস্ট। এ ছাড়া মায়ামিতে নতুন সতীর্থদের সঙ্গে আলাপও সেরেছেন পোলিশ স্ট্রাইকার।
চুক্তির পরিমানের খবর মার্কা জানালেও আনুষ্ঠানিকতা এখনো বাকি। কারণ, এই চুক্তির অঙ্কটা বোনাসসহ আরো বাড়তে পারে। এ ছাড়া বার্সায় তাঁর রিলিজ ক্লজ হবে ৫০ কোটি ইউরো। তবে সবমিলিয়ে দুপক্ষের বোঝাপড়া প্রায় চূড়ান্ত। এবার বায়ার্ন ছেড়ে এসে লেভা বার্সায় কেমন করে সেটাই দেখার অপেক্ষা!
জোয়ান গ্যাম্পার ট্রফির আগে বার্সেলোনা লেভান্দোস্কিকে মাঠে নামাতে পারে। বার্সেলোনা ৭ আগস্ট ক্যাম্প ন্যুতে মেক্সিকান দল পুমাসের বিপক্ষে খেলবে।