‘শট নির্বাচনে ভুল ছিল বলেই এত অল্প রান’
নিউজিল্যান্ড সফরের প্রথম ওয়ানডেতেই বাজে হার। বাংলাদেশ দলের এই ব্যর্থতায় হচ্ছে কড়া সমালোচনা। বিশেষ করে ব্যাটসম্যানদের দায়িত্বহীনতায় এমন দুর্দশা ফুটে উঠেছে। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও স্বীকার করেছেন, ব্যাটসম্যানরা শট নির্বাচন ভুল করেছিলেন।
ম্যাচ শেষে তামিম ইকবাল বলেন, ‘এটা ঠিক, সকালে ব্যাটিং করাটা একটু কঠিন ছিল। সিম হচ্ছিল, সুইং হচ্ছিল। কিন্তু আমাদের আউটগুলো যদি দেখেন, তিন-চারটা আউট খুবই সফট ছিল। যা আমরা আশা করিনি। আমাদের ব্যাটিংয়ে আমরা অনেক গর্ব খুঁজে পাই। তবে ১৩১ রান করার মতো দল আমরা নই, যতই কঠিন পরিস্থিতি থাকুক না কেন।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘অবশ্যই আমরা ভালো খেলিনি। শট নির্বাচন ভুল ছিল বলেই ১৩১ করেছি। যে ভুল আমরা করেছি, এগুলোর পুনরাবৃত্তি না করলে, আশা করি সামনের ম্যাচগুলোয় ভালো হবে। তবে প্রস্তুতি নিয়ে কোনো দোষ দিব না। কোনো অজুহাতও দেব না। আমার কাছে মনে হয় না, প্রস্তুতিতে আমাদের কোনো ঘাটতি ছিল।’
ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১৩১ রান করে। জবাবে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে স্বাগতিক নিউজিল্যান্ড।
প্রথম ওয়ানডের সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪১.৫ ওভারে ১৩১ (তামিম ১৩, লিটন ১৯, সৌম্য ০, মুশফিক ২৩, মিঠুন ৯, মাহমুদউল্লাহ ২৭, মিরাজ ১, মেহেদি ১৪, তাসকিন ১০, হাসান ১, মুস্তাফিজ ১*; বোল্ট ৮.৫-০-২৭-৪, হেনরি ৯-১-২৬-১, জেমিসন ৮-১-২৫-০, নিশাম ৮-১-২৭-২, স্যান্টনার ৮-০-২৩-২)।
নিউজিল্যান্ড: ২১. ২ ওভারে ১৩২/২ (গাপটিল ৩৮, নিকোলস ৪৯*, কনওয়ে ২৭, ইয়াং ১১*; মুস্তাফিজ ৪-০-২৬-০, হাসান ৪.২-০-৪৯-১, তাসকিন ৪-০-২৩-১, মেহেদি ৬-০-১৭-০, মিরাজ ২-০-৯-০, সৌম্য ১-০-৫-০)।
ফল: আট উইকেটে জয়ী নিউজিল্যান্ড।