শামীমের অভিষেক, নেই মুস্তাফিজ-লিটন
বদলি ফিল্ডার হিসেবে গতকাল বৃহস্পতিবার মাঠে নেমেই নজর কেড়েছিলেন তরুণ ক্রিকেটার শামীম হোসেন। লিটনের জায়গায় বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে সীমানায় রায়ান বার্লের দুর্দান্ত ক্যাচ নেন তিনি। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেই লিটনের বদলেই সুযোগ পেয়ে গেলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে তাঁর।
শামীম ছাড়াও একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। চোটের কারণে আজ বিশ্রাম দেওয়া হয়েছে লিটন দাসকে। একই কারণে একাদশে নেই মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ: মাহমুদউল্লাহ, মোহাম্মদ নাঈম শেখ, শামীম হোসেন, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকারের হাফসেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ওই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে লাল-সবুজের দল। কালকের ম্যাচটি ছিল বাংলাদেশের ১০০তম টি-টোয়েন্টি। ওয়ানডে ও টেস্টের পর টি-টোয়েন্টির ১০০তম ম্যাচেও জিতল বাংলাদেশ।
একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে জয়ের স্বস্তি নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টির প্রথম ম্যাচেও এলো জয়ের স্বস্তি। আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে সফরকারীদের।
অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কখনও হারেনি বাংলাদেশ। আগের পাঁচ সিরিজের দুটিতে জিতেছে লাল-সবুজরা, অন্য তিনটি ড্র হয়েছে।
বাংলাদেশ: মাহমুদউল্লাহ, মোহাম্মদ নাঈম শেখ, শামীম হোসেন, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।