শীর্ষস্থান হারালেন সাকিব
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ চরম ব্যর্থ হয়েছে। খুব একটা সাফল্য পাননি সাকিব আল হাসানও। এর প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন সাকিব।
বিশ্বকাপের সময় আফগানিস্তানের মোহাম্মদ নবীকে টপকে শীর্ষে উঠে ছিলেন সাকিব। এবার সাকিবকে দ্বিতীয় স্থানে ঠেলে নবী আবার শীর্ষে উঠেছেন।
শীর্ষস্থানে উঠে আসা নবীর বর্তমান রেটিং পয়েন্ট ২৬৫। আর সাকিবের রেটিং পয়েন্ট ২৬০। ১৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের লিভিংস্টোন। চতুর্থ স্থানে গ্লেন ম্যাক্সওয়েল (১৭৮) ও পঞ্চম স্থানে রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৭৩)।
ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ওমানের জিসান মাকসুদ। তাঁর পরেই রয়েছেন নামিবিয়ার স্মিথ। শীর্ষ দশে উঠে এসেছেন মঈন আলী ও মিচেল মার্শ।