শীর্ষ পাঁচে বোলার সাকিব
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে তিন ম্যাচে ১৩৯ রান ও ৬ উইকেট নিয়েছেন নম্বর সেভেন্টি ফাইভ। যার পুরস্কার হিসেবে এবার র্যাঙ্কিংয়েও উন্নতি সাকিবের।
আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষ ৫ এ উঠে এসেছেন সাকিব। সাকিবের বর্তমান রেটিং ৬৬৩। এই তালিকায় ৭২৭ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। ৭২৭ রেটিং নিয়ে দুইয়ে রয়েছেন অসি পেসার জশ হ্যাজেলউড। তিনে রয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। তার রেটিং ৭০৮। আর ৬৬৫ রেটিং নিয়ে চারে রয়েছেন আরেক অসি পেসার মিচেল স্ট্রার্ক।
ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিজের দখলে নিতে না পারলেও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৪০৭ রেটিং নিয়ে আধিপত্য ধরে রেখেছেন সাকিব।
ইংল্যান্ডের বিপক্ষে খেলা শেষ ম্যাচে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন সাকিব। বিশেষ করে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওডিআইতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।
এ ছাড়াও বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেট ও ৬০০০ হাজার রানের ক্লাবে যোগ দিয়েছেন সাকিব। এর আগে এই রেকর্ড কেবল গড়েছিলেন শহীদ আফ্রিদি ও সনাৎ জয়াসুরিয়া।