শুক্রবারই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ
প্রথম ম্যাচে দারুণ জয়ের উল্লাস করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই জয়ে উজ্জীবিত লাল-সবুজের দল কাল দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে। এই ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘কাল আমাদের আরো ভালো ক্রিকেট খেলতে হবে। গতকাল আমরা ১৩টি ওয়াইড বল করেছি। আমরা একটা ক্যাচ ফেলেছি। আমাদের স্কোর ৬ উইকেটে ৪৫ রানে ছিল। প্রতিটি বিভাগে আমাদের আরো উন্নতি দরকার। আমাদের একটি দুর্দান্ত জুটি ছিল।’
দ্বিতীয় ম্যাচ জিততে পারলে ইংল্যান্ডকে টপকে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। এখন ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট ইংল্যান্ডের। ১৩ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ দ্বিতীয় স্থানে। ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভারত।
সিরিজ জিততে পারলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে সাহায্য করবে বাংলাদেশকে। বর্তমানে পাকিস্তানের ঠিক পেছনে সপ্তম স্থানে আছে টাইগাররা। আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে টপকে যাবে পাকিস্তানকে।
অন্যদিকে সুপার লিগে কাল প্রথম হেরেছে আফগানিস্তান। এর আগে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা ছয় ম্যাচ জিতে তারা।
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশ ও আফগানিস্তান নয় ম্যাচে মুখোমুখি হয়েছে। এরমধ্যে ছয়টিতে জিতে এগিয়ে বাংলাদেশ। তিনটিতে জয় পেয়েছে আফগানরা।
টি-টোয়েন্টিতে অবশ্য এগিয়ে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে ছয় ম্যাচের চারটিতে জিতেছে এবং দুটিতে হেরেছে তারা।
প্রথম ম্যাচে অবিশ্বাস্য জয়ের পর, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অবশ্য আফগানিস্তান নিজেদের একাদশে পরিবর্তন আসতে পারে।
বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি ও মাহমুদুল হাসান জয়।
আফগানিস্তান দল : হাশমত শাহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিব জাদরান, শহীদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আজমত ওমরজাই, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই ও ফরিদ আহমাদ মালিক।