শুটিংয়ে যাওয়া সাকিব ‘নেগেটিভ’ হয়ে ঢুকলেন সুরক্ষা বলয়ে
দেখতে দেখতে শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসর। বিপিএলের শিরোপার লড়াইয়ে আর কিছুক্ষণ পরেই কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। তবে এই ম্যাচটির আগেই আলোচনার জন্ম দিয়েছিলেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
ফাইনালের ম্যাচের আগের দিন অনুশীলন ও অফিসিয়াল ফটোসেশনে না এসে বিজ্ঞাপনের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সাকিব। জৈব-সুরক্ষা বলয় থেকে বেরিয়ে শুটিংয়ে অংশ নিলেন তিনি। শুটিং শেষে ফের করোনা নেগেটিভ হয়ে বায়ো-বাবলে ঢুকেছেন সাকিব।
খবরটি এনটিভি অনলাইনকে নিশ্চিত করে বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন বলেন, ‘শুটিং শেষে কাল রাতেই করোনা পরীক্ষা করিয়েছেন তিনি। সকালে ফল নেগেটিভ এসেছে। নেগেটিভ আসায় ফের বাবলে ঢুকেছেন। এখন আর খেলা নিয়ে সমস্যা নেই।’
গতকাল অনুশীলন ও ফটোসেশনে না এসে বিতর্কের জন্ম দেন সাকিব। তাঁর না আসা নিয়ে দুরকম তথ্য দিয়ে আলোচনার জন্ম দেয় বরিশাল। প্রথমে সাকিবের দল ফরচুন বরিশাল থেকে জানানো হয়, সাকিব নাকি পেটের পীড়ার কারণে আনুষ্ঠানিক ফটোসেশনে আসতে পারেননি। পরে আবার দলের আরেক সদস্য নুরুল হাসান সোহান জানান অন্য কথা।
সব শেষ রাতে জানা যায়, সাকিবের অনুশীলনে না আসার আসল কারণ। সাকিব কাল মাঠে না এসে গিয়েছিলেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। বিসিবির নিয়ম অনুযায়ী, সাকিবকে দলের সঙ্গে যোগ দিতে হলে করোনা নেগেটিভ হতে হবে। ফলে রাতেই করোনা টেস্ট করে নেগেটিভ হয়ে দলের সঙ্গে যোগ দেন ফরচুন বরিশালের অধিনায়ক।
গতকাল মিরপুর শেরেবাংলায় ট্রফির সঙ্গে দুই অধিনায়কের ফটোসেশনের সময় সাকিবের জায়গায় উপস্থিত ছিলেন সহঅধিনায়ক নুরুল হাসান সোহান।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে আজ বিকেল সাড়ে ৫টায়। টুর্নামেন্ট শুরুর আগে ফাইনালের সময় দেওয়া হয়েছিল সাড়ে ৬টায়। তবে, সেটা এক ঘণ্টা এগিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।