শেখ জামালকে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
জিতলেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন, হারলে বাড়বে শিরোপার অপেক্ষা। তবে সেই অপেক্ষার দিকে গেল না বসুন্ধরা কিংস। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে হারিয়ে চার ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা ঘরে তুলল কিংসরা।
গতকাল সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামালকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। দলের হয়ে গোল করেছেন ব্রাজিলিয়ান রবসন দি সিলভা রবিনিয়ো ও জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেস।
মোট ২০ ম্যাচে ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শিরোপা ঘরে তুলল কিংসরা। এখনো চার ম্যাচে সাফল্য নিয়ে পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে বসুন্ধরা কিংসের।
অন্যদিকে এক ম্যাচ কম খেলে শেখ ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল। লিগের রানার্সআপ হওয়ার জন্য আবাহনীর সঙ্গে লড়াই করছে তারা। ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আবাহনী। সুযোগ আছে তাদের পেছনে থাকা চট্টগ্রাম আবাহনী ও মোহামেডানেরও।
এই নিয়ে টানা তিন মৌসুমে দ্বিতীয় শিরোপা জিতল বসুন্ধরা। ২০১৮-১৯ মৌসুমে প্রথম সেরা হয়েছিল ক্লাবটি। গত মৌসুমের আসর করোনা মহামারির কারণে বাতিল হয়ে যায়।