শেখ জামালের কাছে রূপগঞ্জের হার
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জ হেরে গেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে। আজ রোববার সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে রূপগঞ্জ ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৭ রানে হেরেছে।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় শেখ জামাল। ব্যাট হাতে নেমে রূপগঞ্জের দুই ওপেনার পিনাক ঘোষ ১৭ ও জাকের আলী ১৯ রান করে ফিরেন। মিডল-অর্ডারে সাব্বির রহমান ৩১ বলে ৪১, আল-আমিন ১৯ ও অধিনায়ক নাঈম ইসলাম ৩০ রান করেন। তাই ২০ ওভারে ৬ উইকেটে ১৩৭ রান করে রূপগঞ্জ। শেখ জামালের সালাউদ্দিন সাকিল ও সৈকত আলী দুটি করে উইকেট নেন।
জবাবে ওপেনার নাসির হোসেন ৭ ও ইমরুল কায়েস ১১ রানে আউট হলেও, আরেক ওপেনার সৈকত ও অধিনায়ক নুরুল হাসানের দৃঢ়তায় জয় পায় শেখ জামাল। ৩০ বলে ৪৩ রান করেন সৈকত। আর নুরুল হাসান ৩০ বলে ৪৪ রান করেন।
শেখ জামালের ইনিংসে দুই দফায় নামে বৃষ্টি। ১৮ ওভারের পর আর খেলা সম্ভব হয়নি। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে তখন তাদের প্রয়োজন ছিল ১২১ রান, দলটির স্কোর ছিল তখন ৪ উইকেটে ১২৭।
এই জয়ে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শেখ জামাল পঞ্চম স্থানে রয়েছে। ৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রূপগঞ্জ আছে দশম স্থানে।
সংক্ষিপ্ত স্কোর
রূপগঞ্জ : ২০ ওভারে ১৩৭/৬ (পিনাক ১৭, জাকের ১৯, সাব্বির ৪১, আল-আমিন ১৯, নাঈম ৩০*, সোহাগ ৩, মুক্তার ৬, সানজামুল ১*; এনামুল ২-০-১৪-০, নাসির ২-০-৯-০, এবাদত ৪-০-২৭-১, সাকিল ৪-০-২৩-২, সোহরাওয়ার্দি ২-০-২৫-১, সৈকত ৪-০-২৪-২)।
শেখ জামাল: ১৮ ওভারে ১২৭/৪ (সৈকত ৪৩, নাসির ৭, ইমরুল ১১, সোহান ৪৪*, ইলিয়াস ১৭; নাবিল ৩-০-২০-০, শহীদ ৪-০-৩৮-১, সোহাগ ৪-০-১৯-০, হোসেন ৩-০-২৮-২, সানজামুল ১-০-৭-০)।
প্রাইম দোলেশ্বর-পারটেক্স
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে প্রাইম দোলেশ্বর ৫ উইকেটে সহজ জয় পেয়েছে। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় প্রাইম দোলেশ্বর। ব্যাট হাতে ভালো করতে পারেনি পারটেক্সের ব্যাটসম্যানরা। ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান করে পারটেক্স। দলের পক্ষে হাসানুজ্জামান ২৯ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন। ৪টি চার ও ৩টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। ২৩ বলে ৩৩ রান করেন মঈন খান। প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা দুই উইকেট শিকার করেন।
১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ রানে ২ উইকেট হারায় প্রাইম দোলেশ্বর। তৃতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান সাইফ হাসান ও ফজলে মাহমুদ। সাইফ ২০ রানে আউট হলেও ৭১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন ফজলে। ৫৭ বল খেলে ৭টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। ম্যাচ সেরা হন ফজলে।
এই জয়ে ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে প্রাইম দোলেশ্বর তৃতীয় স্থানে রয়েছে। তবে সমান ম্যাচ খেলেও এখনো জয়ের মুখ দেখেনি পারটেক্স। তারা তলানিতে আছে।
সংক্ষিপ্ত স্কোর
পারটেক্স: ২০ ওভারে ১৩৪/৭ (আলভি ৫, হাসানুজ্জামান ৪৪, জয়রাজ ১২, তাসামুল ২২, ধিমান ৭, মইন খান ৩৩, রাজিবুল ৫, মেহরাব ২*, জয়নুল ০*; এনামুল জুনিয়র ৪-০-২৪-১, শামীম ১-০-৫-১, ফরহাদ ৪-০-১৮-২, কামরুল ৪-০-৪৭-১, রায়হান ৩-০-২৪-১, রেজাউর ৪-০-১৬-১)।
প্রাইম দোলেশ্বর: ১৯.২ ওভারে ১৩৬/৫ (ইমরান ১, আসিফ ০, সাইফ ২০, ফজলে মাহমুদ ৭১, মার্শাল ১৬, শামীম ১৪*, ফরহাদ ৬*; জয়নুল ৩.২-০-২৩-১, শাহাদাত ৪-১-২০-২, রাজিবুল ৩-০-১৫-০, মেহরাব ৩-০-৩৩-১, মইন ৪-০-২৩-১, জুবায়ের ২-০-১৮-০)।