শেখ জামালের কাছে হেরে গেল আবাহনী
আগের ম্যাচেই মোহামেডানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছিল আবাহনী। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারাতে পারলেও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সঙ্গে পারল না ক্লাবটি। পারভেজ রাসুলের ক্যারিয়ার সেরা বোলিংয়ের কাছেই হেরে গেল আবাহনী লিমিটেড।
বিকেএসপির চার নম্বর মাঠে আজ শুক্রবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে আবাহনীকে ৫ উইকেটে হারিয়েছে শেখ জামাল। বল হাতে দারুণ করে ম্যাচ সেরা হয়েছেন পারভেজ রাসুল।
ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ১৭৭ রানে অলআউট হয় আবাহনী। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন শামীম হোসেন। জাকের হোসেন করেন ৩২ রান। আর অধিনায়কের সৈকতের ব্যাট থেকে ২২ রান।
এই রান তাড়া করতে নেমে ৪৮.৪ ওভারে জয় তুলে নেয় শেখ জামাল। তাদের জয়ে ব্যাট হাতে হাফসেঞ্চুরি করেন রুবিউল ইসলাম। তিনি করেন অপরাজিত ৫৭ রান। এ ছাড়া ২৬ রান করেন ইমরুল কায়েস।
তবে বল হাতে জয়ের কাজটা সহজ করে দেন পারভেজ। বল হাতে মাত্র ২৯ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। এইটাই তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা বোলিং। আগে ক্যারিয়ারসেরা বোলিং ছিল ৬২ রানে ৫ উইকেট। এবার নিজেকে নিজেই ছাড়িয়ে গেলেন তিনি। সঙ্গে শেখ জামালকে উপহার দিলেন জয়।
সংক্ষিপ্ত স্কোর:
আবাহনী লিমিটেড: ৪৫.৪ ওভারে ১৭৭ (মুনিম ২৫, নাঈম শেখ ৭, বিহারি ১, মোসাদ্দেক ২২, জাকের ৩২, আফিফ ২, শামীম ৫১, সাইফ উদ্দিন ৫, তানজিম ২, তানভীর ১৫*, সামি ৬; সুমন ১-০-১৮-০, রাসুল ৯.৪-২-২৯-৫, জিয়াউর ৪-০-২১-০, মৃত্যুঞ্জয় ৪-০-১৮-০, সাইফ ১০-০-৪২-০, সানজামুল ৭-১-২৩-২, রবিউল ১০-০-২৬-১)।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৪৮.৪ ওভারে ১৮২/৫ (সৈকত ১৯, সাইফ ২৪, ইমরুল ২৬, জহুরুল ২১, রবিউল ৫৭*, রাসুল ১০, তাইবুর ২০*; সাইফ উদ্দিন ৩-০-২৪-০, সানি ১০-২-৩২-০, তানভীর ১০-০-১৩-১, তানজিম ৭-০-৪০-১, মোসাদ্দেক ১০-১-৩০-০, আফিফ ৭.৪-১-৩৮-২, শামীম ১-০-৫-০)।
ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৫ উইকেটে জয়ী।