শেরেবাংলাকে ‘পাকিস্তান মনে হচ্ছে’ ফখর জামানের
দেশের বাইরে খেলা। স্বাভাবিকভাবে গ্যালারির দর্শকদের সমর্থন পাওয়ার কথা নয় অতিথি দলের। কিন্তু, বাংলাদেশ সফরে এসে এবার ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি থেকে সমর্থকদের গর্জনে রীতিমতো মুগ্ধ পাকিস্তানি ক্রিকেটারেরা। দলটির ব্যাটসম্যান ফখর জামান তো বলেই দিলেন, তাঁর বিশ্বাসই হচ্ছে না দেশের বাইরে খেলছেন তারা। তাঁর মনে হচ্ছে, খেলা মিরপুরে নয়, হচ্ছে পাকিস্তানে।
বাংলাদেশের বিপক্ষে টানা দুই জয়ে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। একটিতে জিতেছে চার উইকেটে, আরেকটিতে জিতেছে আট উইকেটে। দুটি ম্যাচেই অনেক সমর্থকদের সাপোর্ট পেয়েছেন বাবর-রিজওয়ানরা। শুধু মাঠে নয়, এমনকি শেরেবাংলার ফটক দিয়ে ঢোকার সময়ও সমর্থকেরা স্বাগত জানাচ্ছেন পাকিস্তান টিমকে।
ম্যাচ চলাকালীন শেরেবাংলার গ্যালারিতে উড়ছে পাকিস্তানের পতাকা। ফখর-রিজওয়ানদের চার-ছক্কার সঙ্গে আওয়াজ আসে গ্যালারি থেকে। এ সবকিছু বাংলাদেশি ক্রিকেটারদের কাছে দৃষ্টিকটু হওয়ার স্বাভাবিক। কিন্তু, এ সমর্থনে রীতিমতো মুগ্ধ পাকিস্তানি ক্রিকেটারেরা।
গতকাল শনিবার সিরিজ নিশ্চিত হওয়ার পর পাকিস্তানি ক্রিকেটার ফখর জামান বলেন, ‘আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না (এত সমর্থন)। কারণ, ২০১৮ সালেও আমি এখানে এসেছিলাম, এত দর্শককে দেখিনি পাকিস্তানকে সমর্থন করতে। যত লোক আসছে, আমাদের সমর্থন করছে, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। বিশ্বাসই হচ্ছে না সত্যি। মনে হচ্ছে, পাকিস্তানেই খেলা হচ্ছে।’
পাকিস্তানের এ ব্যাটসম্যান আরও বলেন, ‘আমরাও যদি কোনো উইকেট নেই, কোনো ভালো শট খেলি, আমাদেরও তেমনই সমর্থন মিলছে, যতটা সমর্থন বাংলাদেশের ক্রিকেটারদের মিলছে। এমনকি বাংলাদেশের দর্শকও আমাদের সমর্থন করছে। দারুণ খুশির ব্যাপারও এটি।’