শেরেবাংলায় অনুশীলনে ‘বাংলার মেসি’
কাতার বিশ্বকাপ জয়ের রাতে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সাকিব আল হাসান। কোনো বিতর্ক নয়, তাকে দেখা গিয়েছে ভক্তদের সঙ্গে আর্জেন্টিনার বিশ্বজয় ভাগাভাগি করে নিতে। বাংলাদেশি তারকা লিওনেল মেসির বিশাল ভক্ত, তা অজানা নয়। বিশ্বকাপ শেষ হলেও সাকিবের মেসি-জ্বর যেন থামছেই না!
বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্টের আগে আজ বাংলাদেশ দলের ছিল ঐচ্ছিক অনুশীলন। বেলা ১টার দিকে মাঠে আসে দল। সাকিবকে দেখা যায় শেরেবাংলায় বল নিয়ে কসরত করতে। ফুটবল নিয়ে কসরত করা ক্রিকেটারদের অনুশীলনেরই অংশ।
এরপর ছোট একটা ফুটবল ম্যাচের আয়োজন হয়। মাঠে নেমে পড়েন এলএমটেন! মেসির জার্সি পরেই আসেন সাকিব। কিছুক্ষণের জন্য তিনিও বনে যান মেসি, বাংলার মেসি। সাকিবের এই পাগলামি যেন কোটি কোটি মেসি ভক্তের প্রতিচ্ছবি।
সাকিবের অ্যাকশনরত ছবি ফেসবুকে পোস্ট করে লিটন দাস লেখেন, ‘আমাদের অনুশীলন ক্যাম্পে মেসি!’
এর আগে অসংখ্যবার বার্সেলোনার জার্সি পরিহিত অবস্থায় তাকে দেখা গেলেও পেছনে থাকতো সাকিব ৭৫। এবার আর সেখান থেকে বেরিয়ে মেসি হয়ে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ধরা দিলেন মেসি রূপে।