শেরেবাংলায় একদিনে তিনটি করে ম্যাচ
তুমুল বৃষ্টিতে সাভারে বিকেএসপির মাঠ পুকুরে পরিণত হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো নয়। তাই চাপ পড়বে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে একদিনে গড়াবে তিনটি করে ম্যাচ।
আজ মঙ্গলবার বৃষ্টিতে মাঠে গড়ায়নি ঢাকা প্রিমিয়ার লিগের সকালের তিনটি ম্যাচ। বৃষ্টির দাপট ছিল বিকাল জুড়েও। তাই পরের তিনটি ম্যাচও হলো না। সবমিলে প্রিমিয়ার লিগের আজকের ছয়টি ম্যাচই মাঠে গড়াল না।
ছয় ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর ভেন্যুতে বদল এনেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস। প্রথমে জানানো হয়, এক রাউন্ড করে পিছিয়ে যাবে ম্যাচগুলো। কিন্তু সন্ধ্যায় সিদ্ধান্ত বদলানো হয়।
এক বিবৃতিতে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ জানান, জলাবদ্ধতার কারণে আপাতত বিকেএসপির দুই মাঠে খেলা হবে না। ক্লাবগুলোর সঙ্গে কথা বলে তাই বুধবার থেকে শনিবার পর্যন্ত সব খেলা মিরপুরে নিয়ে আসা হয়েছে। সুতরাং দিনের প্রথম ম্যাচ গড়াবে সকাল ৯টায়, দ্বিতীয় ম্যাচ হবে দুপুর দেড়টায় ও শেষ ম্যাচটি হবে সন্ধ্যা ৬টায়।
সেই হিসেবে আগামীকাল বুধবার দিনের প্রথম ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে খেলাঘর সমাজকল্যাণ সমিতি। পরের ম্যাচে লড়বে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর রাতের ম্যাচটিতে লড়াই করবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের প্রিমিয়ার লিগ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে এবারের ঢাকা লিগের নাম ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০১৯-২০ স্পন্সর্ড বাই ওয়ালটন।’
খেলোয়াড় ও কর্মকর্তাদের সুরক্ষার জন্য পুরো আসরটি জৈব-সুরক্ষা বলয়ে অনুষ্ঠিত হয়েছে। খেলোয়াড়, আম্পায়ার ও কর্মকর্তাদের চারটি হোটেলে রাখা হচ্ছে। প্রতিটি দলের জন্য একটি বাসও ঠিক করে দিয়েছে বোর্ড।
প্রিমিয়ার ক্রিকেট লিগের ১২ দল
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, আবাহনী লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, ব্রাদার্স ইউনিয়ন, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম দোলেশ্বর, পারটেক্স স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও খেলাঘর ক্রীড়া চক্র।