শেষদিকে অশ্বিন-কুলদীপ জুটিতে ভারতের বড় সংগ্রহ
প্রথম দিনের স্বস্তির সঙ্গে দ্বিতীয় দিনের শুরুতেই শ্রেয়াসকে আউট করেছিল বাংলাদেশ। তাতে ভালো অবস্থানে থাকার কথা ছিল সাকিবদের। কিন্তু শেষদিকে এসে অষ্টম উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন রবিচন্দন অশ্বিন এবং কুলদীপ যাদব। তাতে শেষ পর্যন্ত ১৩৩.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৪০৪ রান করেছে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেছেন পুজারা। আর বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট পেয়েছেন মিরাজ ও তাইজুল।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামে ভারত-বাংলাদেশ। প্রথম দিনে ৬ উইকেটে ২৭৪ রানে শেষ করা ভারত দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা খেয়েছিল। আগের দিনে ৮২ রানে থিতু হওয়া শ্রেয়াস আউট হয়েছিলেন মাত্র ৪ রান যোগ করে। ৯৮তম ওভারের শেষ বলে আউট হয়েছিলেন সেঞ্চুরি প্রত্যাশী এই ব্যাটার।
১৯২ বলে ৮৬ রান করে ফিরেছিলেন শ্রেয়াস। তখন উইকেটে এসেছিলেন কুলদীপ যাদব। এরপরেই কুলদীপ-অশ্বিন মিলে জুটি গড়ে ইনিংস বড় করেন। এ জুটি থেকে এসেছিল ৮৭ রান। তাতে ২৯৩ রানে ৭ উইকেট হারানো ভারত আরও প্রায় শত রান পার করে। ৩৮৫ রানে মিরাজের বল মিস করে স্ট্যাম্পিং হয়েছিলেন অশ্বিন। ১১৩ বলে দুই চার ও দুই ছক্কা দিয়ে ৫৮ রান করেছিলেন তিনি।
অশ্বিনের পরে উমেশ যাদব এসে ছক্কা মেরে রানের খাতা খুলেছিলেন। তবে ৩৯৩ রানে কুলদীপ আউট হলে রানের গতি কমে আসে ভারতের। শেষ পর্যন্ত দলটি ৪০৪ রানে অলআউট হয়েছে।
প্রথমদিনে ৪৮ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। চাপে পড়া ভারতকে টেনে তোলার চেষ্টা করেছিলেন চেতেশ্বর পুজারা ও রিশাব পন্থ। দুজনে মিলে গড়েছিলেন ৬৪ রানের জুটি। খুব দ্রুত রান আসছিল এই জুটি থেকে। তবে ৩১.৪ ওভারে মিরাজের বলে আউট হয়েছিলেন পন্থ। রক্ষণাত্মক খেললেও বল মাটিতে পড়ে পিছনের উইকেটে আঘাত হানে। তাতে ৪৫ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কায় ৪৬ রান করে ফিরতে হয়েছিল ভারতীয় উইকেটরক্ষক পন্থকে।
রিশাবের পরে উইকেটে এসেছিলেন শ্রেয়াস আইয়ার। পুজারা-শ্রেয়াস মিলে ৩১৭ বলে ১৪৯ রানের জুটি গড়ে ভারতের রানের ভিত শক্ত করেছিলেন। দলীয় ২৬১ রানে সেঞ্চুরির পথে হাঁটা পুজারাকে আউট করেছিলেন তাইজুল ইসলাম। ২০৩ বলে এগার বাউন্ডারির সাহায্যে ৯০ রান করেছিলেন পুজারা।
চট্টগ্রাম টেস্টে ভারতের ব্যাটিং ইনিংসের সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ১৩৩.৫ ওভারে ৪০৪/১০ (লোকেশ ২২, শুবমান গিল ২০, চেতেশ্বর পুজারা ৯০, বিরাট ১, পান্ত ৪৬, অক্ষর ১৪, শ্রেয়াস আইয়ার ৮৬, অশ্বিন ৫৮, কুলদীপ ৪০; মিরাজ ৩১.৫-৬-১১২-৪, তাইজুল ৪৬-১০-১৩৩-৪, ইবাদত ২১-২-৭০-১, খালেদ ২০-৩-৪৩-১, সাকিব ১২-৪-২৬-০, ইয়াসির ১-০-৭-০, শান্ত ২-০-৭-০)।