শেষের ভুলে আর্জেন্টিনার হতাশা
সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু, ম্যাচের শেষ দিকে এসে বড় ভুল করে বসল আর্জেন্টিনা। তাদের ভুলেই পেনাল্টি পেয়ে যায় ইকুয়েডর। যার কারণে তরুণ ফরোয়ার্ড জুলিয়ান আলভারেসের গোলের পরেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো লিওনেল মেসির আর্জেন্টিনাকে।
আজ বুধবার স্তাদিও মনুমেন্তাল বানকো পিচিনচায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে ইকুয়েডরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচটিতে বেশি সময় বল দখলে রেখেও আক্রমণে উত্তাপ ছড়াতে পারেনি আর্জেন্টিনা। পুরো ম্যাচে মাত্র ছয় বার আক্রমণে যায় তারা, যার মধ্যে মাত্র দুটি ছিল অনটার্গেটে যাওয়ার মতো শট।
বিপরীতে কম সময় বল দখলে রাখা ইকুয়েডর আক্রমণ করেছে ১০ বার। যার মধ্যে অনটার্গেটে যাওয়ার মতো শট ছিল তিনটি। তাতেই সফল তারা। প্রতিপক্ষকে রুখে দিয়েছে অপেক্ষাকৃত দুর্বল দলটি।
যদিও ম্যাচের ২৪ মিনিটে প্রথম লিড পেয়ে যায় আর্জেন্টিনা। মেসির পাস ধরে ডান দিকে বল বাড়ান নিকোলাস তাগলিয়াফিকো। পেনাল্টি স্পটের কাছে বল ধরে প্রথমে জালে বল পাঠাতে পারেননি আলভারেস। তবে, দ্বিতীয় দফায় কোনাকুনি শটে ঠিকই লক্ষ্যভেদ করেন রিভার প্লেটের এই ফরোয়ার্ড।
এরপর রক্ষণ ধরে রেখে জয়ের পথেই হাঁটছিল আর্জেন্টিনা। কিন্তু, শেষ দিকে যোগ করা সময়ে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেয় ইকুয়েডর। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গিয়ে পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকেরা। পেনাল্টিতে সফল স্পট কিকে স্কোরলাইন ১-১ করেন ভালেন্সিয়া। ফলে জয়হীন থেকে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।
এ নিয়ে টানা ৩১ ম্যাচে অপরাজিত রইল আর্জেন্টিনা। এরই মধ্যে কাতার বিশ্বকাপ খেলার টিকেট নিশ্চিত হয়েছে তাদের। লাতিন অঞ্চলের বাছাইয়ে ১৭ ম্যাচে ১১ জয় এবং ছয় ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল।