শেষের রোমাঞ্চে জিতল জুভেন্টাস
দারুণ শুরুর পর ম্যাচের একপর্যায়ে পয়েন্ট হারাতে বসেছিল জুভেন্টাস। সেখান থেকে অতিরিক্ত সময়ে স্বস্তি এনে দেন হামজা রাফিয়া। শেষ মুহূর্তে তাঁর করা গোলে জেনোয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রেয়া পিরলোর দল।
গতকাল বুধবার রাতে জেনোয়াকে ৩-২ গোলে হারিয়ে ইতালিয়ান কাপের শেষ আটে উঠেছে জুভেন্টাস। দলের পক্ষে রাফিয়া ছাড়াও জালের দেখা পেয়েছেন দেয়ান কুলুসেভস্কি ও আলভারো মোরাতা। আর প্রতিপক্ষের হয়ে দুটি গোল করেন লেনার্ট সাইবোরা ও ফিলিপ্পো মেলেগোনি।
এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। জর্জো কিয়েল্লিনির পাস ধরে লেগে থাকা দুই ডিফেন্ডারকে কাটিয়ে ঠিকানা খুঁজে নেন কুলুসেভস্কি। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা।
পাল্টা আক্রমণে পাঁচ মিনিটের মাথায় ব্যবধান কমায় জেনোয়া। গোলটি করেন লেনার্ট। এরপর ৭৪ মিনিটে আরেকটি গোল করে ম্যাচে ফেরে জেনোয়া। কিন্তু আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারল না দলটি। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে জুভেন্টাসকে জয় উপহার দেন রাফিয়া।
জুভেন্টাস পাশাপাশি শেষ আটে উঠেছে ইন্টার মিলান ও নাপোলি। দিনের আরেক ম্যাচে ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। আর এম্পোলিকে ৩-২ গোলে হারিয়েছে নাপোলি।