শেষের রোমাঞ্চে জিতল ম্যানসিটি
শেষ সময়ের গোলে স্বস্তি ফিরল ম্যানচেস্টার সিটির শিবিরে। ড্রয়ের দিকে গড়াতে থাকা ম্যাচটিতে শেষ মুহূর্তে গোল করে ম্যানসিটিকে জয় উপহার দিলেন ফিল ফোডেন। এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের পথে কিছুটা এগিয়ে গেল প্রিমিয়ার লিগের দলটি।
গতকাল মঙ্গলবার নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। দলের পক্ষে ফোডেন ছাড়াও গোল করেছেন কেভিন ডে ব্রুইনে। আর অতিথিদের হয়ে গোলটি করেন মার্কো রয়েস।
এদিন ম্যাচের ১৯ মিনিটেই গোল পেয়ে যায় ম্যানসিটি। মাঝমাঠে সফরকারী ডিফেন্ডার এমরে কানের ভুলে বল পেয়ে যায় তারা। এরপর ডে ব্রুইনে বল বাড়ান ফোডেনকে। তিনি আবার বল বাড়ান রিয়াদ মাহরেজকে। এরপর সামনের দিকে ফিরতি পাস পেয়ে জাল খুঁজে নেন ডে ব্রুইনে।
এরপর লম্বা সময় গোলের দেখা পায়নি দুদল। ম্যাচের ৮৬তম মিনিটে সমতায় ফেরে অতিথিরা। হলান্ডের পাস ধরে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে গোল শোধ করেন রয়েস। কিন্তু সমতার স্বস্তি টিকল না বেশিক্ষণ। শেষ মিনিটে গোল করে ম্যানসিটিকে জয় উপহার দেন ফোডেন। আগামী বুধবার ফিরতি লেগে ফের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও বরুশিয়া ডর্টমুন্ড।