শেষ ওভারের ‘তাণ্ডবে’ ইতিহাস গড়লেন রিংকু সিং
রিংকু সিং নামটা ক্রিকেট পাড়ায় খুব চেনা নয়। ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে অভিষিক্ত হন ২৬ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটার। তবে, আজকের পর থেকে অচেনা এই ক্রিকেটারকে চাইলেই এড়িয়ে চলা যাবে না। আইপিএলে আজ রোববার (৯ এপ্রিল) কলকাতার জার্সিতে আহমেদাবাদে যা করলেন রিংকু, তা উঠে গিয়েছে ইতিহাসের পাতায়।
গুজরাট টাইটান্সের বিপক্ষে ২০৫ রান তাড়া করতে নেমে কলকাতা এগোচ্ছিল ভালোভাবেই। অধিনায়ক নিতিশ রানার ২৯ বলে ৪৫ ও ভেঙ্কটেশ আইয়ারের ৪০ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংসে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল কলকাতা। কিন্তু ১৬ তম ওভারের প্রথম তিন বলে পর পর তিন উইকেট নিয়ে হ্যাট্টিক করেন রশিদ খান। ম্যাচে ফিরে আসে গুজরাট।
শেষ ওভারে কলকাতার প্রয়োজন পড়ে ২৯ রান। যশ দয়ালের প্রথম বলে সিঙ্গেল নেন উমেশ যাদব। সমীকরণ দাঁড়ায় ৫ বলে ২৮ রান। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ ওভারে এত রান তাড়া করে জেতার রেকর্ড ছিল না এই ম্যাচের আগে। তিন বলে তিন ছয় মেরে সমীকরণ ২ বলে ১০ রানে নিয়ে আসেন রিংকু।
নড়েচড়ে বসে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দর্শকরা। কলকাতার খেলোয়াড়-কর্মকর্তারাও যেন একটু নড়েচড়ে বসলেন। রশিদ খান পরামর্শ করলেন দয়ালের সঙ্গে। কিন্তু পরের দুই বলেও দয়ালের উপর দয়া হলো না রিংকুর।
৬, ৬, ৬, ৬, ৬— টানা পাঁচ ছয়ে অসম্ভবকে সম্ভব করে ইতিহাস গড়লেন অখ্যাত এক ক্রিকেটার। ক্রিকেটে টানা ছয় বলে ছয় ছক্কা মারার নজির আছে একাধিক। তবে শেষ ওভারে এমন খুনে ব্যাটিং কেউ দেখেনি আগে। হয়তো রিংকু নিজেও ভাবছেন, এমন এক অবিশ্বাস্য কীর্তি সত্যিই তিনি করে বসে আছেন!
চলতি আইপিএলে এর আগের দুই ম্যাচে রিংকু করেছিলেন ৪ বলে ৪ ও ৩৩ বলে ৪৬ রান। আজ করলেন ২১ বলে অপরাজিত ৪৮। শেষের ৫ বলে আহমেদাবাদে ‘টর্নেডো’ বইয়ে দিয়ে করলেন ৩০ রান!