শেষ টি-টোয়েন্টিতে দলে পারভেজ-কামরুল
পাকিস্তানের বিপক্ষে টানা দুই হারে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে আগামীকাল সোমবার পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকেরা। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচের আগে দলে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন এবং কামরুল ইসলাম রাব্বি।
লিটন দাসের ধারাবাহিক ব্যর্থতায় পারভেজ হোসেন ইমনকে শুরুতেই দলে নেওয়ার কথা ছিল বিসিবির। কিন্তু হঠাৎ করে দল ঘোষণার সময় তাঁর নাম ঘোষণা না দিয়ে সাইফ হাসানের নাম জানায় বিসিবি।
এরপর পাকিস্তানের বিপক্ষে অভিষেকও হয়ে যায় সাইফের। কিন্তু দুই ম্যাচ খেলা সাইফ একটিতেও ভালো করতে পারেননি। প্রথম ম্যাচে করেছেন ১ রান, অন্যটিতে ফিরেছেন গোল্ডেন ডাকে। টানা দুই ম্যাচে ব্যর্থতার পর সাইফকে বাদ দিয়ে সেই পারভেজকেই দলে নিল বিসিবি।
গতকাল শনিবার প্রায় মাঝরাতে এক সংবাদ বিবৃতিতে খবরটি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পারভেজের সঙ্গে শেষ ম্যাচের দলে যোগ করা হয়েছে কামরুল ইসলাম রাব্বিকে। মূলত মুস্তাফিজুর রহমানের চোট শঙ্কায় দলে এসেছেন এ পেসার।
টি-টোয়েন্টিতে এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন পারভেজ। টি-টোয়েন্টিতে দেশের দ্রুততম সেঞ্চুরির মালিক তিনিই। এক সেঞ্চুরির পাশে তাঁর হাফসেঞ্চুরি আছে দুটি। এ ফরম্যাটে এখন পর্যন্ত ২৪ ম্যাচে ২৪.৪৭ গড়ে করেছেন ৫৬৩ রান। স্ট্রাইক রেট ১২৩.৭৩।
বাংলাদেশ দল : মোহাম্মদ নাঈম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কামরুল রাব্বি ও আকবর আলী।