শেষ পর্যন্ত চট্টগ্রাম টেস্টে খেলবেন সাকিব
গত দুদিন ধরে আলোচনায় বিষয়টি, চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলবেন কি না সাকিব আল হাসান। কদিন আগে করোনায় আক্রান্ত হয়ে এখন সেরে উঠেছেন তিনি। পুরোপুরি ফিট না হওয়ায় কোচ রাসেল ডমিঙ্গো এই অভিজ্ঞ অলরাউন্ডারের খেলার পক্ষে ছিলেন না।
আশার কথা, সাকিব চট্টগ্রাম টেস্টে খেলবেন। বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘অনুশীলনে সাকিব ভাইকে দেখে আমার কাছে ভালোই মনে হয়েছে। হ্যাঁ, তিনি প্রথম টেস্টে খেলবেন।’
অবশ্য গতকাল শুক্রবার কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, ‘ফিট সাকিবকে পাওয়া দলের জন্য অনেক বড় ব্যাপার। কিন্তু ৫০-৬০ ভাগ ফিট একজন খেলোয়াড়কে টেস্ট ম্যাচ খেলানো কঠিন। টেস্ট খেলার জন্য পুরোপুরি ফিট হওয়া জরুরি।’
এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিব এখন অনুশীলনের মধ্যে নেই। দলের সঙ্গে যোগ দেওয়ার পর ওর ফিটনেস দেখা হবে। অবশ্য দল ধরে নিয়েছে সাকিব নেই। সাকিব যদি খেলে, সেটি প্লাস পয়েন্ট হবে।’
তবে সব কিছুকে ছাপিয়ে শেষ পর্যন্ত চট্টগ্রাম টেস্টে খেলছেন সাকিব। এটি বাংলাদেশ দলের জন্য একটি সুখবর। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে পেয়ে দলও উজ্জীবিত।
এই কদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগ শেষে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। গত সোমবার দেশে ফিরেন তিনি। দেশে ফেরার পর পরীক্ষায় করোনা পজিটিভ হন তিনি। কদিন আইসোলেশনে ছিলেন তিনি। কাল করোনামুক্ত হওয়ার খবর দেন।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল রোববার, চলবে ১৯ মে পর্যন্ত। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচটি। আর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩-২৭ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।