শেষ বিশ্বকাপের আগে বেনজেমার চোটে ব্যথা পেল ফ্রান্স
একেই বলে পোড়া কপাল! একের পর এক চোটের মিছিলে নাম লেখানোর খাতায় এবার ফ্রান্সের স্ট্রাইকার করিম বেনজেমা। তাঁর চোটে ব্যথা পেয়েছে ফ্রান্সের কোচ, মানুষ এবং সারা বিশ্বের ভক্তরা। হয়তো এটাই ছিল বেনজেমার শেষ বিশ্বকাপ। কিন্তু শুরুর আগেই শেষ হলো তাঁর পথ চলা।
এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমের বেশির ভাগ ম্যাচই খেলতে পারেননি চোটের কারণে। বলা হয়েছিল, বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন বেনজেমা। কথা অনুযায়ী সুস্থও হয়েছিলেন। তবে গতকাল শনিবার অনুশীলনের সময়ে ফের উরুর চোটে পড়েন বেনজেমা। তাতেই শেষ হয়ে গেল তাঁর বিশ্বকাপ জয়ের স্বপ্ন।
ব্লাকমেইলের অভিযোগে ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপে খেলা হয়নি বেনজেমার। এরপরে খেলায় ফিরে ঘুরে দাঁড়িয়েছিলেনও তিনি। তবে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার আগেই ছিটকে পড়তে হলো মাঠ থেকে। ফ্রান্সের ফুটবল ফেডারেশন বলেছে, ‘পুরো ফ্রান্স দলসহ ভক্তরা বেনজেমার চোটে ব্যথা পেয়েছে, বেদনাহত। আমরা সবাই বেনজেমার সুস্থতা কামনা করছি।’
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘বেনজেমার চোট আমাকে খুবই কষ্ট দিচ্ছে। সে বিশ্বকাপ নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল। কিন্তু সেটি বাস্তবে রূপ দেওয়া হলো না।’
এর আগে চোটের কারণে ফ্রান্সের এনগোলো কান্তে, পল পগবা, প্রেসনেল কিমপেম্বে এবং ক্রিস্টোফার এনকুকুর বিশ্বকাপও শেষ হয়ে গেছে। ফুটবলে ব্যক্তিগত অর্জনের শ্রেষ্ঠ খেতাব ব্যালন ডি’অর জয়ী করিম বেনজামাও সে খাতায় নাম লেখালেন।
কাতার বিশ্বকাপে ফ্রান্স রয়েছে ‘ডি’ গ্রুপে। আগামী ২৩ নভেম্বর রাত ১টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। এছাড়া ২৬ নভেম্বর রাত ১০টায় ডেনমার্ক এবং ৩০ নভেম্বর রাত ৯টায় তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।