শেষ মুহূর্তের গোলে চ্যাম্পিয়নস লিগে জায়গা পেল বার্সেলোনা
রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামার আগে বার্সেলোনার মূল লক্ষ্য ছিল চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে জায়গা নিশ্চিত করা। কিন্তু, সেটা করার বদলে উলটো পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় বার্সা। তবে, শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। শেষ মুহূর্তে জর্দি আলবার গোলে জয় নিয়েই চ্যাম্পিয়নস লিগে জায়গা পাকা করল কাতালান ক্লাবটি।
লা লিগায় গতকাল শনিবার রাতে রিয়াল বেটিসের মাঠে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। এ জয়ে আলবা ছাড়াও গোল করেছেন আনসু ফাতি। আর, প্রতিপক্ষের হয়ে গোলটি করেছেন মার্ক।
এদিন ম্যাচের ৭৬ মিনিটে ফাতির গোলে লিড পায় বার্সা। তবে, সে স্বস্তি স্থায়ী হয়নি বেশিক্ষণ। তিন মিনিটের মাথাতেই সমতায় ফেরে রিয়াল বেটিস। একপর্যায়ে ড্রয়ের দিকে গড়ায় ম্যাচ। কিন্তু, যোগ করা সময়ে গোল করে বার্সার মান বাঁচিয়েছেন আলবা। তাতে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে বার্সাকে লা লিগার পয়েন্ট টেবিলের সেরা চারে থাকতে হতো। বেটিসের বিপক্ষে জিতে ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে বার্সেলোনা।
অবশ্য এখনও কাজ বাকি আছে বার্সার। চ্যাম্পিয়নস লিগের পর স্প্যানিশ সুপার কাপে জায়গা করে নেওয়ার মিশন তাদের সামনে। সেটা পেতে হলে লা লিগায় রানার্সআপ হয়ে মৌসুম শেষ করতে হবে জাভির শিষ্যদের।
এ মুহূর্তে লিগে সবার ওপরে থেকে শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এ ছাড়া ৩৫ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বেটিস। সেরা চারে থাকার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সেভিয়া (৬৪) ও অ্যাথলেটিকো মাদ্রিদ (৬১)।